ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাঙ্গামাটিতে বৃষ্টিতে পানিবন্দী ২০ হাজার মানুষ

প্রকাশিত: ০৪:০৪, ৫ অক্টোবর ২০১৬

রাঙ্গামাটিতে বৃষ্টিতে পানিবন্দী ২০ হাজার মানুষ

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ৪ অক্টোবর ॥ অকালে ভারি বর্ষণ ও পাহাড়ী ঢলের ফলে কাপ্তাই হ্রদ বেষ্টিত রাঙ্গামাটি শহরের নিম্নাঞ্চলসহ ৮ উপজেলায় প্রায় ২০ হাজার লোকের ঘরবাড়ি হ্রদের পানিতে তলিয়ে গেছে। ব্যাপক ক্ষতি হয়েছে আমন আবাদের। হুমকির মুখে পড়েছে শহর রক্ষা বাঁধ। প্রতিদিন ভাবি বর্ষণের কারণে জেলার বাঘাইছড়ি, লংগদু নানিয়াচর, বরকল ও সদর উপজেলায় প্রচুর ঘরবাড়ি ডুবে গেছে। পানিবন্ধী হয়ে পড়েছে প্রায় ২০ হাজার লোক। অকাল বন্যায় অমন আবাদ পানিতে তলিয়ে যাওয়ায় দরিদ্র কৃষকরা নিঃস্ব হয়ে পড়েছে। বর্তমানে কাপ্তাই বাঁধে পানির সর্বোচ্চ থাকার কথা ১০৬ এমএসএল কিন্তু মঙ্গলবার সকাল পর্যন্ত পানির উচ্চতা রয়েছে ১০৮.৮৫ এমএসএল। যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৩ এমএসএল বেশি । বাঁধের পানি ধরাণক্ষমতা রয়েছে ১০৯ এমএসএল। হ্রদের তলদেশ পলি জমে ভরাট হয়ে যাওয়ায় পানির উচ্চতা বেড়ে যাওয়ায় এই বন্যা দেখা দিয়েছে বলে এলাকাবাসীর ধারণা। কাপ্তাই জল বিদ্যুত কেন্দ্রের ৫টি ইউনিট দিয়েও প্রতি সেকেন্ডে প্রায় ৩০ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে। বাঁধকে বিপদমুক্ত রাখতে বাঁধের স্পিলওয়ে ৬ ইঞ্চি ছেড়ে দিয়েছে, যা দিয়ে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে। এরপরও পানিরপ্রবাহ বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই হ্রদে অস্বাভাবিক পানি বৃদ্ধি পেয়েছে। না’গঞ্জে অপহৃত তিন ব্যক্তি উদ্ধার ॥ গ্রেফতার ১ নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৪ অক্টোবর ॥ নারায়ণগঞ্জে র‌্যাব-১১, সিপিসি-১ সদস্যরা অপহৃত তিন ব্যক্তিকে ফতুল্লার মাসদাইর গাবতলী এলাকা থেকে উদ্ধার করেছে। উদ্ধারকৃতরা হলো- ফরিদ (৩৮), শরিফ (৩২) ও হাফিজুর রহমান (৪১)। এ সময় র‌্যাব সদস্যরা নজরুল ইসলাম ওরফে মগা (৩৫) নামে এক অপহরণকারীকে গ্রেফতার করেছে। সোমবার রাতে র‌্যাব সদস্যরা তাদের উদ্ধার করে। মঙ্গলবার বিকেলে র‌্যাব থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়। প্রেসবিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সোমবার দুপুরে ঢাকার শ্যামপুর থানার ধোলাইপাড় এলাকার বাসিন্দা ফিরোজ হোসেন, ফরিদ, শরিফ ও হাফিজুর রহমান নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার মাসদাইর গাবতলী মোড়ের আমেনা গার্মেন্টেসের সামনে সরিষা ভাঙ্গানোর মেশিন দিয়ে তেল ভাঙ্গিয়ে বিক্রি করছিল। সরিষার তেল বিক্রি করার এক পর্যায়ে এক ব্যক্তি ফিরোজ হোসেনের কাছে তেল কিনে টাকা নেয়ার জন্য ব্যাটারিচালিত একটি ইজিবাইকের গ্যারেজের মধ্যে আসতে বলে। তারা চার জন সরিষার তেলের টাকা নেয়ার জন্য গ্যারেজের ভেতর গেলে তাদের আটক করে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। অপহৃরণকারীদের কবল থেকে বেরিয়ে এসে ফিরোজ হোসেন সোমবার রাতে র‌্যাব-১১ সিপিসি-১ কার্যালয়ে অভিযোগ করলে রাতেই তাদের উদ্ধার করা হয়।
×