ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে হুমকির অভিযোগ

প্রকাশিত: ০৪:০২, ৫ অক্টোবর ২০১৬

চট্টগ্রামে ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে হুমকির অভিযোগ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ পূর্বাঞ্চলীয় রেলওয়ে ও রেল মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাদের হুমকি দেয়ায় অভিযোগ উঠেছে এক ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে। পাহাড়তলীর বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তার দফতর থেকে খুলশী থানা ও র‌্যাব সেভেন দফতরে অভিযোগ করা হয়েছে গত ১৫ সেপ্টেম্বর। এ বিষয়ে আরও ১৭টি দফতরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরণ করা হয়েছে। জানা গেছে, দৈনিক চট্টগ্রামের পাতা ও সাপ্তাহিক আলোকিত চট্টগ্রামের নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে মাসুদ চৌধুরী রেলের বিভিন্ন দফতরের উর্ধতন কর্মকর্তার সঙ্গে সাক্ষাতের অপচেষ্টায় লিপ্ত। এতে উর্ধতন কর্মকর্তারা কর্মব্যস্ততার কারণে অনেক সময় সাক্ষাতে অপারগতা প্রকাশ করেন। কিন্তু কর্মকর্তারা সাক্ষাত না করলে তাদের হুমকি প্রদানসহ নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তার দফতর থেকে ওই সব পত্রিকার প্রকাশক ও সম্পাদক এম জামাল উদ্দিনের সঙ্গে যোগাযোগ করার পর ওই নামে কোন সাংবাদিক নেই বলে গত ২৪ এপ্রিল লিখিত চিঠিতে জানিয়েছেন। পুলিশ ও র‌্যাব দফতরে প্রেরণকৃত অভিযোগে লেখা রয়েছে, সর্বশেষ গত ২১ জুলাই দুপুর দেড়টার দিকে বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তার দফতরে এই মাসুদ চৌধুরী এমএলএসএস আবদুল্লাহ আল মামুন এবং ফেরদৌস খানকে লাঠি দিয়ে আক্রমণ করার ঘটনা ঘটায়। এর আগে রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব, রেলমন্ত্রীর পিএস, সাবেক ডিজিকে ডিভিশনাল এস্টেট অফিসার, চট্টগ্রামের দফতরের কর্মচারীদের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর অভিযোগ প্রদান করে আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা করে মাসুদ চৌধুরী এসব মিথ্যা অভিযোগ ও অপপ্রচার চালানোর অপরাধে খুলশী থানাসহ র‌্যাব সেভেনের সদর দফতর এমনকি রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, রেলপথ মন্ত্রণালয়ের সচিব, রেলের মহাপরিচালক, চট্টগ্রাম জেলা প্রশাসকসহ মোট সতেরোটি দফতরে এ অভিযোগের অনুলিপি প্রেরণ করা হয়েছে। কালোবাজারে বিক্রি জামালপুরে ১০ টাকা কেজি কর্মসূচীর চাল জব্দ নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ৪ অক্টোবর ॥ সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর (১০ টাকা কেজি) চাল কালোবাজারে বিক্রির সময় স্থানীয় প্রশাসন ও পুলিশ জামালপুর সদর উপজেলার হাজীপুর বাজার থেকে ৪.৮৫০ মে. টন সমপরিমাণে ৯৭ বস্তা চাল জব্দ করেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার আশরাফ ফারুকী রুকন তার নামে বরাদ্দতৃত ২২ মে.টন ৭১০ কেজি চাল থেকে ২টি নছিমনে ভরে ৯৭ বস্তা চাল কালোবাজারে বিক্রির সময় স্থানীয় জনতা হাতেনাতে ধরে ফেলে। খবর পেয়ে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিন, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে চালগুলো জব্দ করে। জব্দকৃত চাল সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের জিম্মায় রাখা হয়েছে এবং ডিলার আশরাফ ফারুকীর নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান। ডিলার পলাতক রয়েছে। সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ শহীদুল্লাহ জানান, জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার আশরাফ ফারুকী রুকনের নামে গত ২২ সেপ্টেম্বর ২২ মে. টন ৭১০ চাল বরাদ্দ দেয়া হয়। উক্ত চাল ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিক্রির কথা ছিল। উল্লেখ্য, ডিলার আশরাফ ফারুকী জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
×