ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তিন বছর ঝুলে আছে স্বাস্থ্য বিভাগের ৯১১ প্রার্থীর নিয়োগ

প্রকাশিত: ০৪:০২, ৫ অক্টোবর ২০১৬

তিন বছর ঝুলে আছে স্বাস্থ্য বিভাগের ৯১১ প্রার্থীর নিয়োগ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ পরীক্ষার পর গত তিন বছর ধরে ঝুলে রয়েছে স্বাস্থ্য বিভাগের ৯১১ প্রার্থীর নিয়োগ! হতাশাগ্রস্ত চাকরি প্রার্থীদের অভিযোগ এ নিয়ে উচ্চ আদালতের আদেশও মানছে না স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা। ২০১৩ সালে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এসব প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেয়। কিন্তু ফল প্রকাশ না করে এই নিয়োগ রহস্যজনক কারণে ঝুলিয়ে রাখা হয়। অবিলম্বে এই নিয়োগের দাবিতে আবেদনকারীরা ময়মনসিংহে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধনসহ ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও স্থানীয় সিভিল সার্জন কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি দিয়েছে। তারপরও এ নিয়ে নির্বিকার স্বাস্থ্য বিভাগ। আবেদনকারী সূত্র জানায়, গত ২০১২ সালের নবেম্বর মাসের পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে স্বাস্থ্য বিভাগের ময়মনসিংহ, সাতক্ষীরা, নারায়ণগঞ্জ ও ফরিদপুরসহ ৯ জেলার সিভিল সার্জনের দফতরে ৩য় ও ৪র্থ শ্রেণীর পদে ৯১১ জন লোকবল নিয়োগের খবর পেয়ে আবেদন করেন তারা। ময়মনসিংহ অঞ্চলের প্রার্থীরা গত ২০১৩ সালে লিখিত পরীক্ষায় অংশ নেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা গত ২০১৩ সালের আগস্ট মাসে ঢাকায় স্বাস্থ্য অধিদফতরে কার্যালয়ে মৌখিক পরীক্ষায় অংশ নেন। ওই মাসেই ফল প্রকাশসহ প্রার্থীদের নিয়োগের কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত মৌখিক পরীক্ষার ফল প্রকাশ করেনি স্বাস্থ্য বিভাগ। ফলে ঝুলে যায় ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, ফরিদপুর ও সাতক্ষীরাসহ ৯ জেলার ৩য় ও ৪র্থ শ্রেণীর পদে ৯১১ জনের নিয়োগ। গত ৩ বছর ধরে এই নিয়োগ ঝুলে থাকায় প্রার্থীদের তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। ইতোমধ্যে অনেকের চাকরির বয়সসীমা পার হয়ে গেছে। অবিলম্বে নিয়োগের দাবিতে আন্দোলনরত চাকরি প্রার্থীরা অভিযোগ করে আরও জানান, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা গত ২০১৩ সালে হাইকোর্টের আপীল বিভাগে রিট আবেদন করলে হাইকোর্ট অবিলম্বে নিয়োগ দিতে স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্র্দেশ দেন। কিন্তু এই নির্দেশনাও মানছে না স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ব্যাপারে ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের কোন কর্মকর্তা কথা বলতে রাজি হননি।
×