ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজীবুল হাসান

অভিমত ॥ শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি

প্রকাশিত: ০৩:৫৯, ৫ অক্টোবর ২০১৬

অভিমত ॥ শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি

সাভারের রানা প্লাজা, তাজরীন ফ্যাশান, শ্রীপুরের ডিকনিটি, টঙ্গীর ট্যাম্পাকো ট্র্যাজেডির মতো বিয়োগান্ত ঘটনা বার বার দেশবাসীকে ব্যথিত ও মর্মাহত করছে। বাংলাদেশের গার্মেন্টস শিল্প শ্রমিকদের দুর্ভাগ্য, দুর্ভোগ, জীবনের অনিশ্চয়তা যেন কাটছেই না। অগ্নিকা- ও ভবন ধসে মৃত্যু যেন গার্মেন্টস শ্রমিকদের নিয়তি হয়ে উঠেছে। সম্প্রতি ঈদ-উল-আযহার আগে টঙ্গীর ট্যাম্পাকো ফয়েলস কারখানায় গতকাল পর্যন্ত সর্বশেষ ৩৫ জনের অকাল মৃত্যু, নিখোঁজ ১১ আরও অন্তত ৫০ জন মারাত্মক আহত হওয়ার ঘটনা সত্যি হৃদয়বিদারক ও মর্মান্তিক। রানা প্লাজার পর এটি দেশের দ্বিতীয় বৃহত্তম কারখানা দুর্ঘটনা। বারংবার এসব দুর্ঘটনা প্রমাণ করছে যে, শ্রমিকদের নিরাপদ কর্মস্থল হওয়া থেকে এখনও বহুদূরে অবস্থান করছে এ শিল্প। প্রতিবার এসব দুর্ঘটনার পর বহু আশ্বাসের বাণী শোনালেও পরে অবশ্য কাজের কাজ কিছুই হয় না। টঙ্গীর ট্যাম্পাকো ফয়েলস কারখানার বয়লার বিস্ফোরণের ঘটনায় একসঙ্গে এত শ্রমিকের মর্মান্তিক মৃত্যু শুধু দেশে নয়, সারা বিশ্বেই তোলপাড় সৃষ্টি করেছে। কিছুদিন পরপরই গার্মেন্টস কারখানার শ্রমপরিবেশ ও নিরাপত্তা ঝুঁকির কারণে অনেক খেসারত দিতে হচ্ছে শ্রমিকদের। ট্যাম্পাকোতে আগুন ও পাঁচতলা ভবন ধস আবারও নতুন করে রানা প্লাজা ধসে পড়া সেই মর্মান্তিক স্মৃতির কথা স্মরণ করিয়ে দেয়। একটি রাজনৈতিক দলের নেতার মালিকানাধীন ভবন ধসে পড়েছিল নির্মাণ ক্রটির কারণে। এবার ট্যাম্পাকো কারখানার ভবনটি দুর্ঘটনার শিকার হয়েছে, ট্যাম্পাকোর মালিক একজন সাবেক সংসদ সদস্য। পাঁচ বিঘা জমির ওপর প্রায় ৪৫ বছর আগে কারখানাটি প্রতিষ্ঠিত। পাঁচতলা ভবনটিতে ১টি মাত্র ফটক, এমন কী কোন নির্গমন পথও ছিল না। দুর্ঘটনাকালীন কোন প্রশিক্ষণও শ্রমিকদের ছিল না। এসব বিষয়ে নজর থাকলে হয়ত এত প্রাণহানি হতো না। অথচ শ্রমিকদের ঘাম ঝরানো অর্থেই তৈরি করা হচ্ছে মালিকদের অট্টালিকা। গার্মেন্টস কারখানায় ক্রমাগত দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় প্রমাণিত হচ্ছে গার্মেন্টস শিল্প মালিকরা শ্রমিকদের শোষণ করে আসছে। এভাবে চলতে থাকলে একসময় গার্মেন্টস শিল্প হারিয়ে যাবে। এসব দুর্ঘটনার কারণ এবং গাফিলতির মাত্রা বিবেচনায় এনে দায়ীদের যেমন বিচার হওয়া কাম্য, তেমনি ভুক্তভোগীদের ক্ষতিপূরণেরও ব্যবস্থা করা উচিত। লেখক : শিক্ষার্থী, ভাওয়াল বদরে আলম সরকারী কলেজ গাজীপুর।
×