ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কোটি টাকার মালিক তিন বছরের শিশু

প্রকাশিত: ১৮:৪২, ৪ অক্টোবর ২০১৬

কোটি টাকার মালিক তিন বছরের শিশু

অনলাইন ডেস্ক॥ বয়স তিন বছর। কিন্তু সে এখন কোটি টাকার মালিক! আর টাকাটা সে পেয়েছে নিজের ভাগ্যে। জন্মের পর শিশুটির নামে তার চাচা ২৫০ নিউজিল্যান্ড ডলার (প্রায় ১২ হাজার টাকা) বিনিয়োগ করেছিলেন ‘বোনাস বন্ডে’। এটি নিউজিল্যান্ডের জনপ্রিয় ফান্ড। সেই টাকাই হয়ে গেল ১০ লক্ষ নিউজিল্যান্ড ডলার (প্রায় প্রায় ৪ কোটি ৮৪ লক্ষ টাকা)। নিউজিল্যান্ড হেরাল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে শিশুটির মা জানান, আমি অার ওর বাবা দু’জনেই ভীষণ এক্সসাইটেড। অামাদের ছেলে সত্যি ভাগ্যবান। প্রসঙ্গত, বোনাস বন্ডস নিউজিল্যান্ডের জনপ্রিয় ফান্ড। ১৯৭০ সালে জনগণকে সঞ্চয়ের বিষয়ে উৎসাহ দিতে নিউজিল্যান্ড সরকার তৈরি করেছিল এই ট্রাস্ট। বোনাস বন্ডস এখন দেশটির সবচে' বড় ট্রাস্ট হয়ে উঠেছে। প্রায় এক তৃতীয়াংশ মানুষ অন্তর্ভুক্ত রয়েছে বন্ডের সঙ্গে।
×