ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে বন্দুকযুদ্ধে ডাকাতি ও হত্যা মামলার আসামি নিহত

প্রকাশিত: ০৯:০৩, ৪ অক্টোবর ২০১৬

টাঙ্গাইলে বন্দুকযুদ্ধে ডাকাতি ও হত্যা মামলার আসামি নিহত

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৩ অক্টোবর ॥ টাঙ্গাইল সদর উপজেলার পৌর শহরের দরুন এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একাধিক ডাকাতি ও হত্যা মামলার আসামি নুরুন্নবী মুন্সী (২৮) নিহত হয়েছে। এ সময় একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও চাপাতি উদ্ধার করা হয়েছে। সোমবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এই বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটেছে। নিহত নুরুন্নবী শহরের থানাপাড়ার পাকু শেখের ছেলে। টাঙ্গাইল র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, সিরাজগঞ্জ থেকে একটি ডিসকভার মোটরসাইকেল ছিনতাই করে নুরুন্নবী মুন্সী ও তার দুই সহযোগী ঢাকা যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল মহাসড়কের দরুন সাইট্যায় ছিনতাইকারীদের মোটরসাইকেলের গতিরোধ করে। র‌্যাব সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে ছিনতাইকারীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে নুরুন্নবী ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় বাকি দুজন পালিয়ে যায়। বন্দুকযুদ্ধে নিহত নুরুন্নবীর বিরুদ্ধে টাঙ্গাইল, ময়মনসিংহ ও গাজীপুরের বিভিন্ন থানায় নয়টি হত্যা মামলাসহ অন্তত ১২ মামলা রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।
×