ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধাদের সঙ্গে ডিসির মতবিনিময়

প্রকাশিত: ০৯:০১, ৪ অক্টোবর ২০১৬

মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধাদের সঙ্গে ডিসির মতবিনিময়

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুক্তিযোদ্ধা ভবন মিলনায়তনে সোমবার সন্ধ্যায় নবাগত ডিসি সায়লা ফারজানা মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেছেন। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা চেয়ারম্যান আনিছ-উজ-জামানের সভাপতিত্ব মতবিনিময়ে অংশ নেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ কাদের মোল্লা, জেলার সাংগঠনিক কমান্ডার জামাল হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, মুক্তিযোদ্ধা এটিএম দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, জহির উদ্দিন, দৈনিক সভ্যতার আলো সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, প্রেসক্লাবের বর্তমান সভাপতি আরিফুল ইসলাম, বর্তমান সহ-সভাপতি রাসেল মাহামুদ, সাধারণ সম্পাদক সোনিয়া হাবীব লাবনী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা ডেপুটি কমান্ডার শহীদ হোসেন। জেলা প্রশাসক বলেন, মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মকে ধারণ করতে হবে। পাঠ্যপুস্তক শুধু পরীক্ষায় পাসের জন্য পড়লে চলবে না চেতনায় ধারণ করতে হবে। শহীদ মুক্তিযোদ্ধাদের নাম শুধু তালিকাভুক্ত করলেই তাদের ঋণ শোধ হবে না। তাদের বাঁচিয়ে রাখার জন্য সড়ক, স্কুল, সেতু শহীদ মুক্তিযোদ্ধাদের নামে করে তাদের বাঁচিয়ে রাখতে হবে।
×