ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ত্যাগী কর্মী ও দক্ষ নেতারা স্থান পাবেন নতুন কমিটিতে ॥ শেখ হাসিনা

প্রকাশিত: ০৮:৫১, ৪ অক্টোবর ২০১৬

ত্যাগী কর্মী ও দক্ষ নেতারা স্থান পাবেন নতুন কমিটিতে ॥ শেখ হাসিনা

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে দলের নতুন প্রজন্ম কেমন নেতৃত্ব চায় বা ভবিষ্যত পরিকল্পনা কেমন হবে, তা জানতে সংগঠনের তরুণ নেতৃত্ব এবং দলের গবেষণা প্রতিষ্ঠান সিআরআইয়ের কাছ থেকে তথ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্ট নেতাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আভাস দিয়েছেন, ত্যাগী, কর্মঠ এবং সাংগঠনিকভাবে দক্ষ নেতারাই স্থান পাবেন আগামী নতুন কমিটিতে। সোমবার রাতে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার/পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন বোর্ডের সভায় সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী এ ইঙ্গিত দেন বলে বৈঠক সূত্রে জানা গেছে। বৈঠকে আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠেয় পঁচাত্তর ইউনিয়ন পরিষদ এবং মেহেরপুর সদর ও কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে দলীয় একক প্রার্থিতা চূড়ান্ত করা হয়। আগামী দু-একদিনের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষণা করবে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠেয় বৈঠকে মনোনয়ন বোর্ডের অধিকাংশ সদস্যই উপস্থিত ছিলেন।
×