ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিলেটে বখাটের কোপে আহত কলেজছাত্রী মৃত্যুর সঙ্গে লড়ছে

প্রকাশিত: ০৮:৫০, ৪ অক্টোবর ২০১৬

সিলেটে বখাটের কোপে আহত কলেজছাত্রী মৃত্যুর সঙ্গে লড়ছে

বাংলানিউজ ॥ জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছে বখাটের কোপে আহত কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিস। সোমবার বিকেলে এমসি কলেজ ক্যাম্পাসে তাকে ছুরিকাঘাত করে বখাটে বদরুল আলম (২৪)। রাত নয়টার দিকে ওসমানী মেডিক্যালে তার জরুরী অস্ত্রোপচার হয়। হাসপাতালের উপ-পরিচালক আব্দুস সালাম বলেন, ছাত্রীটির অবস্থা ভাল নয়। তাকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য অভিভাবকদের পরামর্শ দিয়েছি। আঘাতে মাথার পেছন দিকটা চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। দায়ের কোপ রয়েছে দুই হাত, হাঁটু ও পায়ের গোড়ালিতে। তাকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা চলছে। বিকেলে পরীক্ষা দিয়ে বেরোনোর পর খাদিজার ওপর হামলা করে কথিত প্রেমিক বখাটে বদরুল আলম। আহত খাদিজা জালালাবাদ ইউনিয়নের আউশা গ্রামের মাসুক মিয়ার মেয়ে। বখাটে বদরুল শাবির অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ও সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা। কুপিয়ে জখম করে পালানোর সময় উপস্থিত লোকজন তাকে গণধোলাই দেয়। বর্তমানে সে ওসমানী হাসপাতালে পুলিশী পাহারায় চিকিৎসাধীন। এদিকে, গুরুতর আহত ছাত্রীকে দেখতে রাত নয়টায় পুলিশ কমিশনার কামরুল আহসান হাসপাতালে যান। তিনি অপারেশন থিয়েটারে ঢুকে তার চিকিৎসার খোঁজখবর নেন।
×