ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মধ্যকর্ণে পানি জমে যাওয়া

প্রকাশিত: ০৭:১২, ৪ অক্টোবর ২০১৬

মধ্যকর্ণে পানি জমে যাওয়া

কখনও কখনও ইনফেকশন বা প্রদাহ ছাড়া, কারও মধ্যকর্ণে পানি জমে যেতে পারে যাকে অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন বলা হয়। কখন কখন মধ্যকর্ণে পানি জমে : ক্স অডিটরি টিউব যা নাক ও গলার সঙ্গে কানের সংযোগ স্থাপন করে, কোন কারণে এই টিউব বন্ধ হয়ে গেলে মধ্যকর্ণে পানি জমে যেতে পারে। ক্স এভাবে পানি জমে যাওয়ার অন্যতম কারণ এডেনয়েড, যা কিনা এক ধরণের টনসিল নাকের পিছনে থাকে। এই এডেনয়েড ইনফেকশন বা প্রদাহ জনিত কারণে বড় হয়ে গেলে, অডিটরি টিউব বন্ধ হয়ে যায় এবং মধ্যকর্ণে পানি জমে যায়। ক্স যে সকল বাচ্চাদের নাক ডাকার অভ্যাস আছে, তাদের মধ্যকর্ণে পানি জমে যেতে পারে। ক্স এলার্জি জনিত কারণে ক্স ভাইরাল ইনফেকশন ক্স নাক অথবা গলবিলের উপরের অংশের টিউমারের জন্য যদি অডিটরি টিউব বন্ধ হয়ে যায় তাহলেও মধ্যকর্ণে পানি জমে। উপসর্গ সমূহ : ক্স এটি সাধারণত: দুই থেকে পাঁচ বছরের শিশুদের মাঝে দেখা যায়। ক্স কানে কম শোনা, সাধারণত স্কুলগামী বাচ্চাদের মাঝে বেশি দেখা যায়। মা-বাবা তখনই লক্ষ্য করেন যখন তারা পড়ালেখায় অমনোযোগী হয় এবং কোন প্রশ্নের উত্তর করতে পারে না। বধিরতা সাধারণত দুই কানেই হয়। এই বধিরতা বাচ্চাদের ক্ষেত্রে ধীরে ধীরে শুরু হয় এবং বড়দের ক্ষেত্রে তা ঠা-া লাগার পর হঠাৎ করে শুরু হয়। ক্স মাঝে মাঝে কানে ব্যথা হতে পারে, বড়দের ক্ষেত্রে কানে ভোঁ ভোঁ শব্দ হতে পারে। ক্স কানের পর্দা পরীক্ষা করলে, কানের পর্দা দেখা যাবে স্বাভাবিক বা পর্দা ভিতরের দিকে যেতে পারে এবং মাঝে মাঝে এটি গোলাপী রঙের হয়ে যেতে পারে। কানের পানি বা বাতাসের বুদবুদ কানে দেখা যেতে পারে। কখনও কখনও পানি দিয়ে মধ্যকর্ণ পূর্ণ হতে পারে। প্রতিরোধ : ক্স সাইনোসাইটিস থাকলে চিকিৎসা করাতে হবে ক্স নাকের পিছনের টনসিল যা কিনা এডেনয়েড তা বড় হলে অপারেশন করে ফেলে দিতে হবে ক্স রোধ প্রতিরোধজনিত কোন সমস্যা হলে তা ঠিক করতে হবে প্রতিরক্ষামূলক ব্যবস্থা : ক্স প্রাথমিক চিকিৎসা হিসেবে নাকের ড্রপ, এন্টিহিস্টামিন ব্যবহার করা যেতে পারে। ক্স এতেও ভাল না হলে, কানের একটা ছোট অপারেশন ‘মাইরিংগোটমি’ এবং পর্দায় একটি টিউব (গ্রুমেট বা ভেন্টিলেশন টিউব) বসানো হয়, এতে করে কানে আর পানি জমা হতে পারে না। ইহা কানের একটি মাইক্রো সার্জারি যা আমাদের দেশে নিয়মিত করা হচ্ছে। অধ্যাপক ডাঃ এম আলমগীর চৌধুরী নাক, কান, গলা বিশেষজ্ঞ সার্জন বিভাগীয় প্রধান, ইএনটি বিভাগ আনোয়ার খান মডার্ণ মেডিক্যাল কলেজ হাসপাতাল। ফোন: ০১৯১৯ ২২২ ১৮২
×