ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ডুপ্লেসিসের বিরল কীর্তি

প্রকাশিত: ০৬:৩৮, ৪ অক্টোবর ২০১৬

ডুপ্লেসিসের বিরল কীর্তি

স্পোর্টস রিপোর্টার ॥ একই ভেন্যুতে টেস্ট, ওয়ানডে ও টি২০ তিন ফরমেটের ক্রিকেটে সেঞ্চুরির বিরল এক রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার ফ্যাফ ডুপ্লেসিস। জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে টেস্ট ও টি২০তে আগেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ওই স্টেডিয়ামে পরশু সেঞ্চুরি করলেন ওয়ানডেতে। আর এতেই ডুপ্লেসিস নিজেকে তুললেন নতুন উচ্চতায়। গড়লেন একই ভেন্যুতে টেস্ট, ওয়ানডে ও টি২০ তিন ফরমেটের ক্রিকেটে সেঞ্চুরির বিরল ও একমাত্র রেকর্ড। যেমনটি আর কারও নেই। ৬ উইকেটে ৩৬১ রানের পাহাড় গড়ার পর প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে ২১৯ রানে গুঁড়িয়ে দিয়ে ১৪২ রানের জয়ে পাঁচ ওয়ানডের সিরিজে ২-০তে এগিয়ে গেছে প্রোটিয়ারা। ৯৩ বলে ফ্যাফ খেলেছেন ১১১ রানের ইনিংস। রয়েছে ১৩টি চারের মার। চোটের কারণে নিয়মিত অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স না থাকায় সিরিজে স্বাগতিকদের নেতৃত্ব দিচ্ছেন ডুপ্লেসিস। এই সেঞ্চুরিটি দিয়ে রেকর্ড বইয়ের আরেকটি পাতায় নাম উঠিয়েছেন তিনি। অধিনায়ক হিসেবে তিন ফরমেটে সেঞ্চুরি। এখানে অবশ্য তিনিই প্রথম এবং একমাত্র নন। এই কীর্তি আছে আরেক অধিনায়কের, সদ্য অবসরে যাওয়া শ্রীলঙ্কান তারকা তিলকরতেœ দিলশানের। দক্ষিণ আফ্রিকা সফরে কঠিন চ্যালেঞ্জের মুখে স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়া। সিরিজ বাঁচিয়ে রাখতে মঙ্গলবার ডারাবানের তৃতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই বিশ্বচ্যাম্পিয়নদের।
×