ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দুরন্ত বাবর, অবিশ্বাস্য পাকিস্তান

প্রকাশিত: ০৬:৩৮, ৪ অক্টোবর ২০১৬

দুরন্ত বাবর, অবিশ্বাস্য পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার ॥ এমনটা কেবল পাকিস্তানের পক্ষেই সম্ভব! পঞ্চাশ ওভারের বিশ্বকাপ, একের পর এক সিরিজ, এশিয়া কাপ হয়ে টি২০ বিশ্বকাপ- রঙিন পোশাকে আজহার আলী-শহীদ আফ্রিদিদের ভরাডুবিতে দেশটির ক্রিকেটপাগল মানুষ কার্যত বিষিয়ে উঠেছিল। মিসবাহ-উল হকের নেতৃত্বে ‘নাম্বার ওয়ানে’র টেস্ট খেতাব তাতে ক্ষণিকের প্রলেপ বুলিয়েছে। ওই ইংল্যান্ড সফর থেকেই রঙিন পোশাকের পাকিস্তান এভাবে জেগে উঠবে, সেটি কেই বা ভাবতে পেরেছিল? হোম ভেনু হয়ে ওঠা আরব আমিরাতে ক্যারিবীয়দের নিয়ে এবার ছেলে খেলায় মেতেছে পাকিরা! প্রথমে টি২০’র বিশ্বচ্যাম্পিয়নদের টি২০ দ্বৈরথে ৩-০তে ‘হোয়াইটওয়াশ’ করে সরফরাজ আহমেদের দল। আর এক ম্যাচ হাতে রেখেই ২-০তে ওয়ানডে জিতল আজহার-বাহিনী। তরুণ বাবর আজমের ‘ব্যাক টু ব্যাক’ সেঞ্চুরির সৌজন্যে দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫৯ রানে হারাল পাকিস্তান। পাঁচ হাফ সেঞ্চুরি থাকলেও ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরির জন্য বাবরকে ১৫তম ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। প্রতিভাবান ব্যাটসম্যান দ্বিতীয় সেঞ্চুরিটা পেলেন পরের ম্যাচেই! শারজায় প্রথম ওয়ানডেতে ১২০ রানের দারুণ এক ইনিংস উপহার দিয়েছিলেন। রবিবার দ্বিতীয় ওয়ানডেতে খেললেন ১২৩ রানের আরও এক মনোমুগ্ধকর ইনিংস। ১২৬ বলে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেয়ার পথে ২১ বছর বয়সী ডানহাতি হাঁকিয়েছেন ৯ চার ও ১টি ছক্কা। সঙ্গে শোয়েব মালিক (৯০) ও সরফরাজের (৬০*) দারুণ দুটি হাফ সেঞ্চুরি পাকিস্তানকে ৫ উইকেটে ৩৩৭ রানের বড় স্কোর এনে দেয়। জবাবে ড্যারেন ব্রাভোর ৬১ ও মারলন স্যামুয়েলসের ৫৭ ক্যারিবীয়দের হার ঠেকানোর জন্য যথেষ্ট ছিল না। ৭ উইকেটে ২৭৮-এ থামে জেসন হোল্ডারের দল। ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক আজহার বলেন, ‘এটা সত্যিকার অর্থেই দারুণ একটি দলীয় প্রচেষ্টা ফসল। দ্রুত দুই উইকেট পড়ে যাওয়ার পরে আমাদের একটি ভাল পার্টনারশিপের প্রয়োজন ছিল। বাবর ও মালিক সেটাই উপহার দিয়েছে।’ বাজে হারে সিরিজ খোয়ানো উইন্ডিজ অধিনায়ক হোল্ডার বলেন, ‘আমরা মোটেই ভাল বল করিনি। তাছাড়া ৩৩০-এর উপরে রান তাড়া করা একটু বেশিই কঠিন ছিল।’ এই শারজাতেই ১৯৯৩ সালে ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ২৮৫ রান করেছিল। এদিন সেই রানকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ এসেছিল। কিন্তু পাকিস্তানের বৈচিত্র্যময় বোলিং সেটা হতে দেয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারেই জনসন চার্লসকে (২) তুলে নেন পেসার মোহাম্মদ আমির। দ্বিতীয় উইকেটে ব্র্যাভো (৬১) ক্রেইগ ব্রেথওয়েটকে (৩৯) সঙ্গে নিয়ে ৮৯ রান যোগ করেন। ৭৪ বলে ব্র্যাভো ৩টি বিশাল ছক্কা ও ৫টি চার মেরে ক্ষণিকের বিনোদন যুগিয়েছেন। পেসার হাসান আলীর থ্রোতে রান আউটের ফাঁদে পড়েন তিনি। ৫২ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫৭ রান সংগ্রহ করে স্যামুয়েলস লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। দিনেশ রামদিনের (৩৪) সঙ্গে চতুর্থ উইকেটে ৬৭ রান যোগ করেন তিনি। তবে নিজের পরপর দুই ওভারে পেসার ওয়াহাব রিয়াজ এই দু’জনকে ফিরিয়ে দিলে ওয়েস্ট ইন্ডিজ কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে। কাইরেন পোলার্ড ক্যারিয়ারের শততম ওয়ানডেতে করেছেন ২২ রান। হোল্ডার ৩১ রানে অপরাজিত ছিলেন। শেষ পাঁচ ওভারে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ৮৭। এর আগে বাবরের কল্যাণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তান তাদের সর্বোচ্চ দলীয় ওয়ানডে রানের রেকর্ড গড়ে। নয় বছর আগে পার্থে ৮ উইকেটে করা ৩০৭ রানের ইনিংস এতদিন পর্যন্ত সর্বোচ্চ ছিল। তৃতীয় উইকেটে মালিকের সঙ্গে আজম ১৬৯ রানে জুটি গড়েন। মাত্র ১০ রানের জন্য মালিক নবম ওয়ানডে সেঞ্চুরি থেকে বঞ্চিত হন। ৮৪ বলে ৬ চার ও ৩ ছক্কায় অভিজ্ঞ মালিকের ব্যাট থেকে আসে ৯০ রান। সরফরাজ ৪৭ বলে ৬০ রানে অপরাজিত ছিলেন। কার্লোস ব্রেথওয়েটের বলে সিঙ্গেলস নিয়ে বাবর ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূরণ করেন। আলজারি জোসেফ ও হোল্ডার নিয়েছেন ২টি করে উইকেট। বুধবার আবুধাবিতে আনুষ্ঠানিকতার তৃতীয় ও শেষ ওয়ানডে। এরপর দু’দল তিন ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে।
×