ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইপিএলে আর্সেনালের সৌভাগ্যের জয়

প্রকাশিত: ০৬:৩৮, ৪ অক্টোবর ২০১৬

ইপিএলে আর্সেনালের সৌভাগ্যের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় টানা চার ম্যাচে জয়ের আত্মবিশ্বাস নিয়েই খেলতে নেমেছিল আর্সেনাল। আত্মবিশ্বাসে ভরপুর হওয়া একটি দলের সুবর্ণ সুযোগ মিস করার খেসারত দিতে যাচ্ছিল আর্সেন ওয়েঙ্গারের দল। কিন্তু সৌভাগ্য গানারদের। বার্নলির বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। প্রিমিয়ার লীগের আরও একটি ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট লাভ করল আর্সেন ওয়েঙ্গারের দল। ইংলিশ প্রিমিয়ার লীগে আর্সেনালের এটা টানা পঞ্চম জয়। এই জয়ের ফলে বার্নলির কাছে ১৯৭৪ সালের পর আর কোন লীগ ম্যাচে হারতে হলো না আর্সেনালকে। ১৯৯২-৯৩ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লীগ শুরুর পর থেকে পাঁচবার মুখোমুখি হয় এই দুইদল। মুখোমুখি লড়াইয়ে আর্সেনালের জয় চারটি। আর অন্য ম্যাচটি ড্র। রবিবার ম্যাচের শুরু থেকেই একের পর এক গোল মিস করতে থাকেন ওয়েঙ্গারের শিষ্যরা। তবে শেষ বাঁশি বাজানোর ঠিক আগে শেষ হাসি হাসেন আর্সেনালের খেলোয়াড়রাই। শেষ মুহূর্তে ডানদিক থেকে মেসুত ওজিলের নেয়া কর্নারে ওয়ালকট হেড করার পর এ্যালেক্স অক্সলেড চেম্বারলেনের শটে বল সামনেই থাকা লরা কোসিয়েনলির কনুইয়ে লেগে জালে জড়ায়। আর তাতেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে গানাররা। দিনের অন্য ম্যাচে ঘরের মাঠে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়ন লিচেস্টার সিটি। গত মৌসুমে চমক জাগানিয়া পারফর্মেন্স উপহার দিয়েই শিরোপা জয়ের স্বাদ পায়। কিন্তু এবার যেন নিজেদের খুঁজেই পাচ্ছে না। মৌসুমের শুরু থেকে একের পর এক হোঁচট খেয়ে চলা দলটি এবার সাউদাম্পটনের সঙ্গে ড্র করেছে। এই দলটির বিপক্ষে ঘরের মাঠে এর আগের তিন ম্যাচে জয়ের সুখস্মৃতি নিয়েই রবিবার খেলতে নামে ক্লদিও রানিয়েরির শিষ্যরা। কিন্তু শেষ পর্যন্ত গোলশূন্য ড্রয়ের হতাশা নিয়েই ম্যাচটি শেষ করতে হয় লিচেস্টার সিটিকে। গত মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার পথে সব মিলিয়ে তিনটি ম্যাচ হেরেছিল তারা। অথচ এবার ৭ ম্যাচের মধ্যেই তিনটিতে পরাজয় দেখল লিচেস্টার। বাকি দুটি জয় আর দুটি ড্রয়ে তাদের পয়েন্ট মাত্র ৮। অবস্থান ১২। এদিন নিজেদের মাঠে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে টটেনহ্যাম হটস্পার। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিটি। রবিবার দিনের প্রথম ম্যাচে স্টোক সিটির সঙ্গে ড্র করে ম্যানচেস্টার ইউনাইটেড। যে কারণে কোচ ফ্রান্সেসকো গুইদোলিনকে বরখাস্ত করেছে সোয়ানসি সিটি। তার উত্তরসূরি হিসেবে নিয়োগ পেয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক কোচ বব ব্রাডলি। ইংলিশ প্রিমিয়ার লীগে লড়াই করতে থাকা ক্লাবটি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত শনিবার লিভারপুলের কাছে ২-১ গোলে হেরে যাবার কারণে গুইদোলিনকে বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ। এ হারের কারণে সোয়ানসি বর্তমানে রেলিগেশন জোনের খুব কাছে অবস্থান করছে। অফিসিয়াল টুইটার একাউন্টে সোয়ানসি জানায়, ‘আমরা নিশ্চিত করছি যে আমাদের ক্লাবটি ফ্রান্সেসকো গুইদোলিনের সঙ্গ ত্যাগ করেছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন বব ব্রাডলি।’
×