ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিসিবি একাদশে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দুই তরুণ পেসার এবাদত ও মানিক

প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নামছে ইংল্যান্ড

প্রকাশিত: ০৬:৩৬, ৪ অক্টোবর ২০১৬

প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নামছে ইংল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ প্রস্তুতি ম্যাচেই বাংলাদেশের কন্ডিশনে ইংল্যান্ড দল কেমন করবে সেই চিত্রটা অনেকখানি ফুটে উঠবে। এ কারণে আজ বিসিবি একাদশের বিরুদ্ধে ৫০ ওভার ফরমেটের ম্যাচটার দিকে সবার বিশেষ দৃষ্টি থাকবে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এ ম্যাচে বিসিবি একাদশে ঠাঁই করে দেয়া হয়েছে একেবারেই অচেনা এক পেসারকে। বাংলাদেশ দলের অনুশীলনে নেটে বোলিং করেন আলী আহমেদ মানিক। বোলিং কোচ কোর্টনি ওয়ালশের পরামর্শে তাকে ম্যাচ খেলানোর সুযোগ দিয়েছেন নির্বাচকরা। আর পেসার হান্টে উঠে আসা এবাদত হোসেনকেও রাখা হয়েছে এ ম্যাচে। এ দুই তরুণের দিকেও বিশেষ নজর থাকবে সবার। শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত এ দুই তরুণ ভাল কিছু করার প্রত্যয় ব্যক্ত করেছেন। সোমবার তারা মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে কথা বলার সময় জানান ভাল কিছু করে সবার নজরে আসতে চান। ইংল্যান্ড দল গত শুক্রবার বাংলাদেশ সফরে এসেছে। সম্প্রতি পাকিস্তানকে ঘরের মাটিতে ৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজে বিধ্বস্ত করেছে তারা। এ কারণে দারুণ উজ্জীবিত দল এই মুহূর্তে জস বাটলারের দল। তবে প্রধান কোচ ট্রেভর বেলিস আসতে পারেননি সেদিন। ব্যক্তিগত কাজে অস্ট্রেলিয়ায় থাকার কারণে রবিবার তাকে ছাড়াই প্রথমদিনের অনুশীলন করেছে ইংলিশরা। সহকারী কোচ পল ফারব্রেস বাটলারদের অনুশীলন করিয়েছেন। তবে রবিবার রাতেই বেলিস এসে গেছেন। এবার শিষ্যদের সরাসরি ম্যাচ অনুশীলনেই দেখতে পারবেন তিনি। সোমবার সকালেও ইংল্যান্ড মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে ঘাম ঝরিয়েছে। মূলত পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোটাইকেই প্রধান চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সফরকারীরা। সেটার সঙ্গে খাপ খাওয়াতেই ভালভাবে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। আজকের প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের আরও ভালভাবে যাচাইয়ের সুযোগ তাদের জন্য। এছাড়া ভ্যাপসা গরমের সঙ্গে খাপ খাওয়ানোও বড় চ্যালেঞ্জ ইংলিশদের জন্য। তাই প্রস্তুতি ম্যাচকে বেশ গুরুত্বের সঙ্গেই দেখছে তারা। ইংল্যান্ডের বিরুদ্ধে এই প্রস্তুতি ম্যাচে জাতীয় দলে থাকা কয়েকজন ক্রিকেটার খেলবেন বিসিবি একাদশের পক্ষে। ইমরুল কায়েস, সৌম্য সরকার, নাসির হোসেন, আল আমিন হোসেন খেলবেন ম্যাচটি। বিশেষ করে আফগানিস্তানের বিরুদ্ধে দল থেকে বাদ পড়ার পর ইংল্যান্ডের বিরুদ্ধে স্কোয়াডে ফেরা পেসার আল আমিনের দিকেই সবার নজর থাকবে। তবে বিশেষ দৃষ্টি থাকবে অন্যদিকে। একেবারেই অচেনা পেসার মানিককে দলে নেয়া হয়েছে। তিনি জাতীয় দলের নেটে বোলিং করেন নিয়মিত। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এ পেসার প্রথমশ্রেণীর একটি ম্যাচ খেলেছেন গত বছর অক্টোবরে ঢাকা বিভাগের হয়ে। ৪৫ রানে ২ উইকেটও নিয়েছিলেন, তবে দ্বিতীয় ইনিংসে তেমন সুবিধা করতে পারেননি। এছাড়া সর্বশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে (ডিপিএল) ক্রিকেট কোচিং স্কুলের হয়ে দুই ম্যাচ খেলে এক উইকেট নিয়েছিলেন। তাকেই এত বড় একটি ম্যাচ খেলার সুযোগ দেয়া হয়েছে ওয়ালশ নিজে তাকে পছন্দ করার কারণে। ২০ বছর বয়সী মানিকও তাই দারুণ খুশি। তিনি বলেন, ‘বিসিবি একাদশে সুযোগ আমার জন্য অনেক বড় পাওয়া। ইংল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে খেলব এটা আমার জন্য বড় একটা সুযোগ। এখানে যদি আমি ভাল করতে পারি আমার জন্য হয়তো সুযোগ তৈরি হবে। আমি কোর্টনি ওয়ালশের সাথে চারদিন কাজ করেছি। তিন চারটা ব্যাপার নিয়ে আমার সাথে কাজ করেছেন তিনি। বোলিংয়ের মূল শক্তি হচ্ছে আউট সুইং। উনি বলেছেন উচ্চতাটা ব্যবহার করতে এবং বোলিং রানআপে ছোট একটু ভুল আছে ওটা নিয়ে আমার সাথে কাজ করেছেন। আমি খুব দ্রুত উন্নতি করেছি। এজন্যই হয়ত আমার মধ্যে ভাল কিছু দেখতে পেয়েছেন।’ অধিনায়ক মাশরাফির সঙ্গে কথা বলে দারুণ অনুপ্রাণিত হয়েছেন মানিক। তার বোলিং আদর্শ তাসকিন আহমেদ। আর এবাদত পেসার হান্টে উঠে আসার পর থেকেই আলোচনায়। হাই পারফর্মেন্স ইউনিটেও কাজ করেছেন তিনি। জাতীয় লীগেও খেলছেন সিলেট বিভাগের হয়ে। এবার বড় একটি ম্যাচ ইংল্যান্ডের সাথে। এ বিষয়ে এবাদত বলেন, ‘এটা অনেক বড় সুযোগ কিংবা পাওয়া, কারণ এখান থেকেই নিজেকে প্রমাণ করার। আশাকরি ভাল কিছু করতে পারব। জাতীয় দলের সবার সাথে জিম করলাম, অনেক ভাল লাগছে। ইনশাআল্লাহ চেষ্টা করব আগামীকাল (আজ) নিজের সেরাটা দিয়ে পারফর্ম করার এবং সবার নজরে আসার। ইংল্যান্ডের সবাই অনেক ভাল ব্যাটসম্যান, তাদের বিপক্ষে লড়াই করতে হলে আমাকে অনেক ভাল করতেই হবে। চেষ্টায় থাকব ঠিক জায়গায় বল করার।’
×