ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চায়না ওপেনের দ্বিতীয় পর্বে মুগুরুজা, ভেনাসের বিদায়

জয় দিয়ে শুরু কারবারের

প্রকাশিত: ০৬:৩৫, ৪ অক্টোবর ২০১৬

জয় দিয়ে শুরু কারবারের

স্পোর্টস রিপোর্টার ॥ চীনা ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন গারবিন মুগুরুজা। এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে কোর্টে নামেন তিনি। তবে সঠিক পথেই এগুচ্ছেন স্পেনের এই টেনিস তারকা। সোমবার দ্বিতীয় পর্বের ম্যাচে জুলিয়া পুতিনসেভাকে হারিয়ে টুর্নামেন্টের শেষ ষোলোতে জায়গা করে নেন তিনি। দ্বিতীয় বাছাই গারবিন মুগুরুজা এদিন ৬-২ এবং ৭-৬ (৭-৫) সেটে পরাজিত করেন কাজাখস্তানের জুলিয়া পুতিনসেভাকে। তবে দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে পড়েছেন সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচ। কাজাখস্তানেরই ইয়ারোসøাভা শভেদোভার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন তিনি। শভেদোভা এদিন ৬-৪, ৭-৬ (৬/৪) সেটে হারান বেলিন্ডা বেনচিচকে। এদিকে চলতি মৌসুমটা দারুণ কেটেছে এ্যাঞ্জেলিক কারবারের। বছরের প্রথম এবং শেষ গ্র্যান্ডসøাম জিতে রীতিমতো উড়ছেন তিনি। কিন্তু উহান ওপেনে নিষ্প্রভ ছিলেন জার্মানির এই টেনিস তারকা। দুইবারের উইম্বলডন চ্যাম্পিয়ন চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভার কাছে হেরে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড থেকেই ছিটকে পড়েছিলেন তিনি। তবে চীনা ওপেনেই যেন ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন ২৮ বছর বয়সী। কেননা প্রথম রাউন্ডের ম্যাচে যে দারুণ জয় তুলে নিয়েছেন তিনি। সোমবার এ্যাঞ্জেলিক কারবার ৬-৪ ও ৬-৪ সেটে পরাজিত করেন চেকপ্রজাতন্ত্রের ক্যাটরিনা সিনিয়াকোভাকে। তবে ম্যাচ শেষে প্রতিপক্ষের ভূয়সী প্রশংসা করেছেন কারবার। এ প্রসঙ্গে জার্মান তারকা বলেন, ‘প্রকৃতপক্ষে ম্যাচের শুরু থেকেই সে অনেক ভাল খেলেছে। বিশেষ করে প্রথম সেটে। তবে তার এমন পারফর্মেন্সের পর নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি এবং ধৈর্য ধরি। সেইসঙ্গে নিজের সেরা শট এবং সুযোগের অপেক্ষায় থাকি। তাই শেষ পর্যন্ত জয় পেতে খুব বেশি সমস্যা হয়নি।’ বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ১০ নাম্বারে থেকে চলতি বছরটা শুরু করেছিলেন কারবার। শুরুতেই অস্ট্রেলিয়ান ওপেন জিতে রীতিমতো চমকে দেন গোটা টেনিস বিশ্বকেই। এরপর পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রেখে উইম্বলডনের ফাইনালেও জায়গা করে নেন তিনি। কিন্তু শিরোপা জয়ের লড়াইয়ে আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামসের কাছে হেরে যান কারবার। তবে দমে যাননি তিনি। দুর্দান্ত খেলেই জায়গা করে নেন রিও অলিম্পিকের ফাইনালে। পুয়ের্তো রিকোর অখ্যাত মনিকা পুইগের কাছে হেরে যেখানে রৌপ্য জিতেই সন্তুষ্ট থাকতে হয় তাকে। তবে মৌসুমের শেষ গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ইউএস ওপেন জয়ের সুযোগ আর মিস করেননি তিনি। দারুণ জয়েই ক্যারিয়ারের দ্বিতীয় মেজর শিরোপা নিজের শোকেসে তুলে নেন কারবার। সেইসঙ্গে সেরেনা উইলিয়ামসকে হটিয়ে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও জায়গা করে নেন কারবার। কারবার ছাড়াও সোমবার জয় দিয়ে চীনা ওপেনের মিশন শুরু করেছেন চেক প্রজাতন্ত্রের বারবোরা স্ট্রাইকোভা, ক্যারোলিনা পিসকোভা এবং ইউক্রেনের এলিনা ভিতলিনা। কিন্তু দুর্ভাগ্য ভেনাস উইলিয়ামসের। চীনা ওপেনের প্রথম পর্ব থেকেই বিদায় নেন তিনি। স্বাগতিক চীনের শুয়াই প্যাংয়ের কাছে ৭-৫ এবং ৬-১ সেটে হার মানেন আমেরিকান তারকা ভেনাস উইলিয়ামস।
×