ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইন্টারের বিরুদ্ধে রোমার জয়, নেপোলির হার, নায়ক থেকে খলনায়ক বালোতেল্লি

চ্যাম্পিয়ন জুভেন্টাসের সহজ জয়

প্রকাশিত: ০৬:৩৫, ৪ অক্টোবর ২০১৬

চ্যাম্পিয়ন জুভেন্টাসের সহজ জয়

স্পোর্টস রিপোর্টার ॥ সহজ জয়ে ইতালিয়ান সিরি এ লীগে শীর্ষস্থান আরও সুসংহত করেছে জুভেন্টাস। রবিবার আসরের বর্তমান চ্যাম্পিয়নরা ৩-০ গোলে হারিয়েছে এম্পোলিকে। জুভদের পয়েন্টের পার্থক্য আরও বেড়েছে নিকটতম প্রতিদ্বন্দ্বী নেপোলি হেরে যাওয়ায়। আটালান্টার মাঠে দিয়াগো ম্যারাডোনার সাবেক ক্লাবের হার ১-০ গোলে। আরেক বড় ম্যাচে ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়েছে এএস রোমা। নেপোলি হেরে যাওয়ায় তাদের চেয়ে চার পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে জুভেন্টাস। সাতটি করে ম্যাচ শেষে জুভদের পয়েন্ট ১৮। ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে নেপোলি। ১৩ পয়েন্ট করে ভা-ারে চার দলের। তবে গোলগড়ে তিনে রোমা, চারে ল্যাজিও, পাঁচে চিয়েভো ও ছয়ে এসি মিলান। জুভেন্টাসের হয়ে ধারাবাহিকভাবে দ্যুতি ছড়িয়ে চলেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়াইন। এম্পোলির বিরুদ্ধেও জোড়া গোল করেন সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা। জুভদের অন্য গোল তারই স্বদেশী তরুণ ডিবালার। প্রতিপক্ষের মাঠে গোলশূন্য প্রথমার্ধের পর পাঁচ মিনিটের মধ্যে তিন গোল করে জুভেন্টাস। চেলসি থেকে ধারে আসা কলম্বিয়ার মিডফিল্ডার জুয়ান কুয়াডরাডো অফসাইডে থাকায় গোল পায়নি তারা। ম্যাচের ৬৫ মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার আলেক্স সান্ড্রোর বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে প্রথম গোল করেন ডিবালা। দুই মিনিট পর ডি বক্সে মাথা থেকে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন হিগুয়াইন। আর ডিফেন্ডার মার্কো জামবেল্লির ভুলের সুযোগ কাজে লাগিয়ে ৭০ মিনিটে দলের তৃতীয় ও নিজের জোড়া গোল করেন চলতি মৌসুমে নেপোলি ছেড়ে জুভেন্টাসে আসা এই স্ট্রাইকার। ইন্টারের বিরুদ্ধে ঘরের মাঠে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় রোমা। পঞ্চম মিনিটে গোল করেন সাবেক ম্যানচেস্টার সিটি তারকা ডি জেকো। বিরতির পর ৭২ মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার এভার বানেগার গোলে ইন্টার সমতা ফেরালেও এ স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৭৬ মিনিটে মোনালেস গোল করে রোমাকে দারুণ জয় উপহার দেন। এদিকে ফরাসী লীগ ওয়ানে চমক দেখিয়েই চলেছেন মারিও বালোতেল্লি। খ্যাপাটে এই স্ট্রাইকার পরশু রাতে মুদ্রার দুই পিঠই দেখেছেন। ম্যাচের শেষ দিকে গোল করে নিজের দল নিসকে যেমন জিতিয়েছেন তেমনি অতিরিক্ত সময়ে লালকার্ড দেখে অর্জন ম্লানও করেছেন! বদমেজাজী হিসেবে বালোতেল্লির বেশ দুর্নাম আছে। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে খেলার সময় অনেক ঝামেলাই করেছেন নিয়মিত। ইতালিয়ান সিরি এ লীগে এসি মিলানের হয়েও একই অবস্থা। এবার ফরাসী লীগ ওয়ানের দল নিসে এসেছেন। সেখানে কি করে থেমে থাকবেন! তবে যাই করুন না কেন, মাঠে কিন্তু ঠিকই আলো ছড়াচ্ছেন। ফরাসী লীগে ইতোমধ্যে তিন ম্যাচে পাঁচ গোল পেয়ে গেছেন বালোতেল্লি। তবে পরশুর গোলটিকে বোধ হয় সবচেয়ে এগিয়ে রাখবেন। লরিয়ের সঙ্গে নিসের ম্যাচের তখন ৮৫ মিনিট, ১-১ গোলে সমতা। বক্সের ভেতর বল পেলেন বালোতেল্লি, ডান পায়ের দুর্দান্ত বাঁকানো শটে বল জড়ালেন জালে (২-১)। সেই আনন্দে সঙ্গে সঙ্গে জার্সি খুলে ফেললেন। হলুদ কার্ডও দেখতে হয় অবধারিতভাবে। এর পাঁচ মিনিট পর (ম্যাচের তখন অতিরিক্ত সময়) ফের ফাউল করে দেখেন দ্বিতীয় হলুদ কার্ড। ফলশ্রুতিতে লালকার্ড হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। তবে কপাল ভাল তার দলের। এই লালকার্ডের মূল্য দিতে হয়নি। জয় নিয়ে শীর্ষেই আছে বালোতেল্লির দল নিস। আট ম্যাচে ২০ পয়েন্ট তাদের। ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে মোনাকো। ১৬ পয়েন্ট নিয়ে তিনে চ্যাম্পিয়ন পিএসজি। এডিনসন কাভানির জোড়া গোলে পিএসজি ২-০ গোলে হারায় বোর্ডোকে।
×