ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন জাপানী বিজ্ঞানী ওশুমি

প্রকাশিত: ০৬:০৫, ৪ অক্টোবর ২০১৬

চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন জাপানী বিজ্ঞানী ওশুমি

জনকণ্ঠ ডেস্ক ॥ এ বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছেন জাপানের ইয়োশিনোরি ওশুমি। ‘প্রাণী কোষ কিভাবে নিজের উপাদানকে পুনঃপ্রক্রিয়াজাত করে’ এই আবিষ্কারের স্বীকৃতি হিসেবে ২০১৬ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন তিনি। সোমবার সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউট চিকিৎসা বিজ্ঞানে চলতি বছরের বিজয়ী হিসেবে ৭১ বছর বয়সী ওশুমির নাম ঘোষণা করে। বর্তমানে টোকিওর ইনস্টিটিউট অব টেকনোলজিতে অধ্যাপনা করছেন তিনি। খবর বিবিসি ও এএফপির। নোবেল কমিটি বলছে, ঠিক কোন জটিলতার কারণে ক্যান্সার থেকে শুরু করে পারকিনসন্সের মতোর জটিল রোগ হয়, তা বুঝতে ইয়োশিনোরি ওশুমির গবেষণা গুরুত্ব¡পূর্ণ ভূমিকা রাখবে। এবার নোবেল পুরস্কারের ৮০ লাখ সুইডিশ ক্রোনার একাই পাচ্ছেন এই জাপানী। আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার তুলে দেয়া হবে। ২৩তম জাপানী নাগরিক হিসেবে এই পুরস্কার পেলেন ওশুমি। পুরস্কার পাওয়ার খবরে জাপানের এনএইচকে টেলিভিশনকে তিনি বলেন, গবেষকদের জন্য নোবেল সর্বোচ্চ পুরস্কার। নোবেল পেয়ে আমি আনন্দিত। ওশুমি বলেন, আমার কাজের প্রধান উদ্দেশ্য হলো অন্যরা যা করেনি আমি তাই করে দেখাব। আমার কাছে কোষ নিয়ে গবেষণা একটা আনন্দের বিষয় ছিল। কারণ এই কোষ থেকেই মূলত সবকিছুর শুরু। মঙ্গলবার পদার্থবিদ্যা, বুধবার রসায়ন, শুক্রবার শান্তি এবং আগামী ১০ অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। তবে সাহিত্য কবে এ পুরস্কার ঘোষণা করা হবে তা আপাতত জানা যায়নি।
×