ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার;###;গ্রেফতার মঞ্জু কারাগারে

নেত্রকোনার ৪ রাজাকারের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট ৩ ডিসেম্বর

প্রকাশিত: ০৬:০৩, ৪ অক্টোবর ২০১৬

নেত্রকোনার ৪ রাজাকারের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট ৩ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারকৃত নেত্রকোনার আটপাড়া থানার রাজাকার এনায়েত উল্লাহ মঞ্জুকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। অন্যদিকে নেত্রকোনার দুর্গাপুরের ৪ রাজাকারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য ৩ ডিসেম্বর দিন নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার এ আদেশগুলো প্রদান করেছেন। গ্রেফতারকৃত নেত্রকোনার আটপাড়া থানার রাজাকার এনায়েত উল্লাহ মঞ্জুকে গত ২ অক্টোবর নেত্রকোনা থেকে গ্রেফতার করে পুলিশ। সোমবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এই মামলায় তিন আসামি হলো, দুই সহোদর মোঃ হেদায়েতুল্লা আঞ্জু ও এনায়েত উল্লাহ মঞ্জু এবং তাদের সঙ্গীয় রাজাকার সোহরাব ফকির ওরফে ছোরাপ আলী। এখন তিনজনের মেধ্যে শুধু হেদায়েতুল্লাহ আঞ্জু পলাতক রয়েছে। এই তিন রাজাকারের বিরুদ্ধে আগামী ২৮ নবেম্বর আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিলের দিন ধার্য রয়েছে। এর আগে গত ৮ সেপ্টেম্বর ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাদের বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধ তদন্তের চূড়ান্ত প্রতিদেন প্রকাশ করে। তাদের বিরুদ্ধে একাত্তরে গণহত্যা, হত্যা, আটক, অপহরণ, নির্র্যাতন ও লুণ্ঠনসহ ছয়টি অভিযোগ উঠে এসেছে প্রতিবেদনে। তদন্ত সংস্থা জানিয়েছে, গত বছরের ৫ মে এই তিন আসামির বিরুদ্ধে তদন্ত শুরু হয়। আসামিদের তিনজনই একাত্তরে জামায়াতের কর্মী ছিলেন। সে সূত্রেই তাঁরা শান্তি কমিটিতে যোগদান করেন এবং একাত্তরে মুক্তিকামী মানুষের ওপর নারকীয় অত্যাচার চালায়। মুক্তিযুদ্ধ চলাকালে নেত্রকোনার আটপাড়া থানার মধুয়াখালী, মোবারকপুর, সুখারী এবং মদন থানার মদন গ্রামে এ তিনজন নানা অপরাধ সংঘটন করেন। এই তিন আসামির বিরুদ্ধে ছয়টি অভিযোগ প্রস্তুত করা হয়েছে। নেত্রকোনার ৪ রাজাকার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেত্রকোনার দুর্গাপুরের ৪ রাজাকারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য ৩ ডিসেম্বর দিন নির্ধারণ করা হয়েছে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার এ আদেশ প্রদান করেছেন। এদিকে ট্রাইব্যুনালে রাজাকার রমজান আলীর মারা যাওয়ার বিষয়টিও জানানো হয়েছে। নেত্রকোনার ৫ রাজাকারের মধ্যে আজিজুর রহমান, রমজান আলী, আশক আলী ও মোঃ শাহ নেওয়াজকে গ্রেফতার করা হয়। এর মধ্যে রমজান আলী অসুস্থ হয়ে হাসপাতালে মারা যায়। আসামি খলিলুর রহমান এখনও পলাতক রয়েছে।
×