ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

একাকিত্ব ঘোচাতে...

প্রকাশিত: ০৫:৫৬, ৪ অক্টোবর ২০১৬

একাকিত্ব ঘোচাতে...

গাড়ি তৈরির ক্ষেত্রে জাপানের টয়োটা কোম্পানির খ্যাতি দুনিয়াজোড়া। নিত্যনতুন গাড়ি তৈরি করে টয়োটা গণমাধ্যমের শিরোনাম হয়েছে বহুবার। এবারের খবর অন্যরকম। এবার হাতের তালু আকারের ছোট্ট কথাবলা রোবট তৈরি করে ফের আলোচনায় টয়োটা। জাপানী ভাষায় এটির নাম কিরোবো মিনি। ইংরেজীতে বেবি রোবট। বাংলায় শিশু রোবট। এই কথা বলা রোবটের প্রাথমিক দাম ধরা হয়েছে চারশ’ ডলার। এটির উচ্চতা ১০ সেন্টিমিটার। চোখ হরিণীর মতো। আগামী বছর থেকে এটি বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে টয়োটা। এটি কথা বলতে পারবে। এমনকি মানুষের আবেগ বুঝবে। বিশেষ করে সমাজে যাদের গল্প করার সঙ্গী নেই। তাদের একাকীত্ব ঘোচাতে কিরোবো মিনি কাজ করবে। টয়োটোর সিনিয়র আইটি ব্যবস্থাপক মরিতাকা ইয়োশিদা বলেন, সমাজের অনেক লোক আছে যারা একপর্যায়ে কথা বলার লোক খুঁজে পায় না। ঠিক তাদের একাকীত্ব ঘোচাতে আমাদের এই উদ্যোগ।-এএফপি ও বিবিসি অবলম্বনে।
×