ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যশোরে আত্মসমর্পণ

স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় জঙ্গী তিন ভাইবোন

প্রকাশিত: ০৫:৫৪, ৪ অক্টোবর ২০১৬

স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় জঙ্গী তিন ভাইবোন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ স্বাভাবিক জীবনে ফেরার আশায় যশোরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন হিযবুত তাহরীরের নেতাকর্মী তিন ভাইবোন পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। নিজেদের ভুল বুঝতে পেরে বিবেকের তাড়নায় সোমবার দুপুরে তারা যশোর পুলিশের কাছে আত্মসমর্পণ করে। এই ৩ জনই যশোর পুলিশের জঙ্গী তালিকাভুক্ত। জঙ্গী হিসেবে গত বছর গ্রেফতার হয়ে ৩ ভাই বোন জামিন নিয়ে পলাতক ছিল। আর যশোর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিপথগামী কেউ আত্মশুদ্ধির সুযোগ চাইলে তার প্রতি তারা সুবিচার করবেন। এই আত্মসমর্পণ উপলক্ষে সোমবার দুপুরে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, খুলনা পুলিশের ডিআইজি মনির-উজ-জামান। পুলিশ জানায়, গত ৬ সেপ্টেম্বর ১১ জন পলাতক জঙ্গীর তালিকা প্রকাশ করে যশোর পুলিশ। এর মধ্যে তিন ভাইবোনসহ ৬ জন একই পরিবারের সদস্য ছিল। এরা হলো শহরের পুরাতন কসবা কদমতলার আব্দুল আজিজের ছেলে তানজিব ওরফে আশরাফুল, তার ভাই তানজির আহমেদ, বোন মাছুমা আক্তার ও মাকসুদা খাতুন, মাকসুদার স্বামী শাকির আহম্মেদ ও মাসুমার স্বামী নাজমুল হাসান। এদের মধ্যে তানজিব, তানজির ও মাছুমা বিভিন্ন সময়ে আটক হলেও আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে পালিয়ে যায়। কিন্তু সম্প্রতি দেশে ঘটে যাওয়া জঙ্গী-নৃশংসতা ঘটনার পর নাড়া দেয় তাদের বিবেক। পরে সরকারের আহ্বানও বিশ্লেষণ করে নিজের ভুল বুঝতে পারছে তারা। আর তাই এখন স্বাভাবিক জীবনে ফিরতে চান তারা। আত্মসমর্পণকারী হিযবুত তাহরীেেরর মোশারেফ সদস্য তানজিব আহম্মেদ আশরাফুল জানায়, না বুঝেই জঙ্গী তৎপরতার সঙ্গে জড়িয়ে পড়ে সে। প্রথমে চায়ের দোকানের আড্ডায় ইসলাম ও নামাজের দাওয়াত দেয়। তখন তাকে সংগঠন সম্পর্কে কোন ধারণা দেয়া হতো না। তার হাতে তুলে দেয় ইসলামের বইপত্র। এগুলো পড়ে যখন সে আকৃষ্ট হয়ে পড়ে তারপর বলা হয় সে হিযবুত তাহরীরের সদস্য এবং খেলাফত প্রতিষ্ঠার জন্য তাকে জিহাদী পথে এগোতে হবে। তাকে সাবাব সদস্য প্রদানের পর বিভিন্ন সময়ে ঢাকা থেকে মোসাব্বির, সাকিন, সাকিবগণ এসে তাদের ক্লাস নিত। জঙ্গী আত্মসমর্পণ উপলক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে খুলনা পুলিশের ডিআইজি মনির-উজ-জামান জানান, যেহেতু তারা স্বেচ্ছায় চরমপন্থী সংগঠন ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইছে, তাই তাদের সুযোগ দেয়া হবে। বিষয়টি মানবিকভাবে দেখা হবে। একই সঙ্গে তাদের প্রাপ্য সকল আইনী সহযোগিতাও করা হবে। এক প্রশ্নের জবাবে ডিআইজি আরও উল্লেখ করেন, এদের পরিবারের ৬ সদস্য জঙ্গী সংগঠনের সঙ্গে জড়িত হলেও তিনজন আত্মসমর্পণ করেছে। বাকিদেরও আত্মসমর্পণের সুযোগ রয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন খুলনা পুলিশের অতিরিক্ত ডিআইজ একরাম উল হাবিব, যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান প্রমুখ। প্রসঙ্গত, এর আগে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য গত ১১ ও ২১ আগস্ট হিযবুত তাহরীরের চার নেতা যশোর পুলিশের কাছে আত্মসমর্পণ করে।
×