ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অন্তিম শয়ানে রূপসজ্জাশিল্পী ফারুক

প্রকাশিত: ০৪:৪৫, ৪ অক্টোবর ২০১৬

অন্তিম শয়ানে রূপসজ্জাশিল্পী ফারুক

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের নাটক ও চলচ্চিত্র জগতের গুণী রূপসজ্জাশিল্পী মোহাম্মদ ফারুক আর নেই ইন্নালিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৯ বছর। ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই শিল্পী। দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তিনি। ১৯৬৫ সালে রূপসজ্জাশিল্পী হিসেবে কাজ শুরু করেন মোহাম্মদ ফারুক। দীর্ঘ কর্মজীবনে তিনি অসংখ্য নাটক ও চলচ্চিত্রের রূপসজ্জাশিল্পী হিসেবে কাজ করেছেন। মোহাম্মদ ফারুকের ছেলে ফরহাদ রেজা জানান, হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে তার বাবার মরদেহ তাঁদের মিরপুরের বাসায় নেয়া হয়। এরপর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। রাবিতে ‘এন্তারনেট’ নাটকের প্রদর্শনী আজ রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জঙ্গীবাদবিরোধী ‘এন্তারনেট’ নাটকের প্রদর্শনী হবে আজ। নাট্যব্যক্তিত্ব মলয় ভৌমিক রচিত ও নির্দেশিত অনুশীলন নাট্যদলের ৬০তম প্রযোজনা ‘এন্তারনেট’। আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ নাটকের প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। অনুশীলন নাট্যদল জানায়, সাধারণ একটা পরিবারের সদস্যদের, বিশেষ করে যুব-মানসের ওপর বর্তমান রাষ্ট্র-রাজনীতি, শিক্ষা-সংস্কৃতি ও সামাজিক-পারিবারিক ব্যবস্থা, আধুনিক যোগাযোগ প্রযুক্তি এবং দেশী-বিদেশী নানা স্বার্থবাদী কর্মকা- কীভাবে অভিঘাত ও বৈষম্য সৃষ্টি করতে পারে তার কিছু নমুনা উঠে এসেছে ‘এন্তারনেট‘ নাটকে। দর্শককে নতুন করে পুরনো প্রশ্নের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে এই নাটকের মাধ্যমে। বাঙলা নাট্যের নিজস্ব রীতির সঙ্গে আধুনিক নাট্য আঙ্গিকের মিশ্রণ ঘটানো হয়েছে। নাটকটির দ্বিতীয় প্রদর্শনী হবে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত জাতীয় নাট্যোৎসবে আগামী ৭ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল হলে।
×