ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘ভাল থেকো’ চলচ্চিত্রের শূটিং শুরু

প্রকাশিত: ০৪:৪৪, ৪ অক্টোবর ২০১৬

‘ভাল থেকো’ চলচ্চিত্রের শূটিং শুরু

স্টাফ রিপোর্টার ॥ ‘ভাল থেকো’ চলচ্চিত্রে আনুষ্ঠানিক শূটিং শুরু হয়েছে। রবিবার উত্তরার ১নং সেক্টরের আপন ঘরে এ চলচ্চিত্রের শূটিংয়ের কাজ শুরু করেন পরিচালক জাকির হোসেন রাজু। এর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য তৈরি করেছেন পরিচালক নিজেই। কাহিনী বিন্যাস করেছেন দেলোয়ার হোসেন দিল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন আরিফিন শুভ, রোজ ও তানহা তাসনিয়া। রাজু বলেন, সম্পূর্ণ সামাজিকধর্মী একটি প্রেমের গল্প নিয়ে এ চলচ্চিত্র। গত মাসের মাঝামাঝি সময়ে চলচ্চিত্রের মহরত হয়। চলচ্চিত্রে জয় চরিত্রে শুভ এবং বুলবুল চরিত্রে রোজ অভিনয় করছেন। এদের দুজনের বিপরীতে অভিনয় করছেন তানহা। রাজু জানান, এ মাসের ৩০ তারিখ পর্যন্ত এ চলচ্চিত্রের একটানা শূটিং চলবে। আরিফিন শুভ বলেন, রাজু স্যারের নির্দেশনায় কাজ করতে পারা আমার জন্য সৌভাগ্যের। আমার সাধ্যমত এতে কাজ করার চেষ্টা করছি। এর আগে স্যারের ‘প্রেমী ও প্রেমী’ চলচ্চিত্রেও আমার চেষ্টার ত্রুটি ছিল না। রোজ বলেন, রাজু স্যারের নির্দেশনায় ‘দবির সাহেবের সংসার’ চলচ্চিত্রে অভিনয় করেছিলাম। আশা করছি এ চলচ্চিত্রেও আমি আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে পারব।
×