ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:৪৩, ৪ অক্টোবর ২০১৬

টুকরো খবর

চুয়াডাঙ্গায় সংঘর্ষ ॥ ৪ পুলিশ আহত নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ৩ অক্টোবর ॥ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সকাল ৮টার দিকে শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে ধাওয়া পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় পুলিশ উভয়পক্ষকে ছত্রভঙ্গ করতে সাত রাউন্ড শটগানের গুলিবর্ষণ করে। শ্রমিকদের ছোড়া ইটপাটকেলে চার পুলিশ আহত হয়। এ ঘটনায় বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে সব ধরনের কাজ বন্ধ রয়েছে। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, দেশের বিভিন্ন স্থানে ধানবীজ প্যাকেটজাত করে সরবরাহের জন্য সপ্তাহখানেক আগে চুয়াডাঙ্গা বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে শ্রমিকরা কাজ শুরু করেন। প্রতিদিন প্রায় সাড়ে তিন শ’ শ্রমিক এখানে কাজ করেন। দৈনিক তারা চার শ’ টাকা হাজিরা পান। বেশ কয়েক দিন ধরে প্রতিপক্ষের মোমিন ও হানিফ তাদের শ্রমিক নিয়োগের জন্য চাপ দিয়ে আসছে। কিন্তু বর্তমান শ্রমিক সর্দার লোকমান তাদের প্রস্তাব নাকচ করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে মোমিন ও হানিফের নেতৃত্বে তাদের লোকজন সোমবার সকালে জোরপূর্বক কাজে যোগ দিতে যায়। এ সময় দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া শুরু হয়। বিস্ফোরণ ঘটানো হয় কয়েকটি ককটেলের। ভাংচুর করা হয় অফিসের জানালা-দরজা। মোতায়েন করা হয়েছে পুলিশ। চাঁদা না দেয়ায় ছাত্রলীগ নেতাকে মারপিট নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৩ অক্টোবর ॥ চাঁদা না দেয়ায় নাটোরে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ বিন আজিজকে বেধড়ক মারপিট করে আহত করেছে সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সোমবার দুপুরের দিকে সদর উপজেলার কাফুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, সম্প্রতি সদর উপজেলার কাফুরিয়া এলাকায় আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালের নির্মাণ কাজে পাথর সরবরাহের কাজ পায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ বিন আজিজের বড় ভাই নাজমুল। পাথর সরবরাহের কাজ পাওয়ার পর থেকেই এলাকার কতিপয় সন্ত্রাসী তার কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। এ ঘটনায় চাঁদা না দিয়ে প্রতিবাদ জানান ফরহাদ বিন আজিজ। এ ঘটনার পর সোমবার বেলা ১টার দিকে ফরহাদ কাফুরিয়ায় নিজ বাড়িতে ফেরার পথে কাফুরিয়া মোড় এলাকায় সুমন, তরিকুল, লিটন ও রহমানসহ এলাকার ২০-২৫ জনের একদল সন্ত্রাসী ফরহাদকে ঘেরাও করে বেধড়ক মারপিট করে আহত করে। তার চিৎকারে এলাকার লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ায় এই প্রথম পৌরসভার কোন কাউন্সিলর তার ওয়ার্ডের এবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া কৃতি মেধাবীদের সংবর্ধনা দিয়েছে। রবিবার সন্ধ্যায় শহরের কাটনারপাড়ায় তন্ময় কমিউনিটি সেন্টারে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কবিরাজ তরুণ কুমার চক্রবর্র্ত্তী তার ওয়ার্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ২শ’ ৯৭ কৃতি শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেয়। প্রত্যেককে একটি করে ক্রেস্ট, উত্তরীয় ও বই পুরস্কার দেয়া হয়। এর আগে প্রত্যেককে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়। কাউন্সিলর কবিরাজ তরুণ কুমার চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া সরকারী আজিজুল হক কলেজের অধ্যক্ষ সামস উল আলম, বিশেষ অতিথি ছিলেন সরকারী মজিবর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ হোসেন সহিদ মাববুবর রহমান। ভর্তি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ সেশনের ভর্তি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় ছাত্রদল। এবারের ভর্তি পরীক্ষার ফি সর্বনিম্ন এক হাজার টাকা থেকে সর্বোচ্চ ১২শ’ টাকা নির্ধারণ করা হয়েছে; যা গত বছর ছিল ৭শ’ ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৯শ’ টাকা। এতে ইউনিট ভেদে ভর্তি ফি বেড়েছে ২শ’ ৫০ থেকে ৩শ’ টাকা। এদিকে, সোমবার দুপুর ১টায় মিছিলটি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে পুনরায় একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তারা অবিলম্বে আবেদন ফরমের বর্ধিত মূল্য প্রত্যাহারের জন্য বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর ধান গবেষণা রোডের খ্রীস্টান পল্লীর পুকুরে ডুবে সোমবার সকালে অয়ন নামের দেড় বছরের এক শিশু মারা গেছে। সে ওই পল্লীর বাসিন্দা ও অটোরিক্সাচালক লিটনের পুত্র। জানা গেছে, পরিবারের সবার অজান্তে শিশু অয়ন বাড়ির পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশু অয়নের লাশ উদ্ধার করে। মরদেহ উদ্ধার ॥ মা মেয়ে আটক নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৩ অক্টোবর ॥ শহরের টিকাপাড়া কেন্দ্রীয় শ্মশানঘাট কালীমন্দির চত্বর থেকে সোমবার সকালে গোকুল চন্দ্র (৫০) নামে এক ব্যক্তির রক্তাক্ত ও ঝুলন্ত মরদেহ উদ্ধার এবং হত্যার সঙ্গে জড়িত সন্দেহে গোকুলের স্ত্রী গীতারাণী ও মেয়ে পিপাসাকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, শহরের কলেজপাড়ার বাসিন্দা মৃত পাথারু দাসের পুত্র বাইসাইকেল মেকার গোকুল রবিবার রাতে কাজ শেষে বাড়ি ফিরে। এ সময় পরিবারিক বিষয় নিয়ে স্ত্রী ও মেয়ের সঙ্গে গোকুলের ঝগড়া হয় এবং একপর্যায়ে স্ত্রী ও মেয়ে গোকুলকে বেধড়ক মারপিটে রক্তাক্ত ও আহত করে। পরে গোকুল বাড়ি থেকে বেড়িয়ে রাতে আর ফিরে যায়নি। সোমবার সকালে শহরের টিকাপাড়া কেন্দ্রীয় শ্মশানঘাটের মন্দির চত্বরে একটি গাছে গোকুলের রক্তাক্ত ও ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। এ সময় গোকুলের পা দুটি মাটির সঙ্গে লেগে ছিল। পরে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। মৃগী নদীতে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৩ অক্টোবর ॥ শহরের কালীগঞ্জ এলাকায় মৃগী নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছেÑ শহরের দক্ষিণ কালীগঞ্জ এলাকার হাফিজুর রহমান মিসকিনের ছেলে ও স্থানীয় এমএ পাবলিক স্কুলের নার্সারির ছাত্র আরাফাত ইসলাম (৬) ও মিসকিনের ভাগনী বিউটি আক্তারের মেয়ে সোহানা বেগম (৩)। ২ অক্টোবর রবিবার বিকেলে মৃগী নদীর ধারে খেলা করার সময় ওই দুই শিশু পানিতে ডুবে নিখোঁজ হয়। সন্ধ্যায় স্থানীয়রা নদী থেকে সোহানার লাশ উদ্ধার করলেও আরাফাতের কোন খোঁজ মেলেনি। পরে দমকল কর্মী ও ময়মনসিংহের ডুবুরি দল রাত সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে নদীর পশ্চিমপ্রান্ত থেকে আরাফাতের লাশ উদ্ধার করে। সোমবার সকালে এলাকায় পৃথক জানাজা শেষে নওহাটা পৌর কবরস্থানে উভয়ের লাশ দাফন করা হয়। প্রতিষ্ঠানের শিক্ষার্থী হওয়ায় ওই দিন স্থানীয় এমএ পাবলিক স্কুল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পৌর বিএনপির সাধারণ সম্পাদক আটক স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ পুলিশের কাজে বাধাদান ও নাশকতাসহ ১৩ মামলার আসামি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী আলমকে সোমবার দুপুরে শহরের রেলগেট এলাকা থেকে আটক করেছে পুলিশ। পুলিশ জানান, আটক মুন্সী আলমের বিরুদ্ধে নাশকতার অভিযোগে ১৩টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এদিকে শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী আলম আটকের নিন্দা জানিয়ে তার মুক্তি দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক বিদ্যুত প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী, সাইদুর রহমান বাচ্চুসহ স্থানীয় নেতৃবৃন্দ। সওজ কর্মচারী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৩ অক্টোবর ॥ ঠিকাদারদের জামানতের চেক জালিয়াতি করে সাড়ে ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আবদুল আউয়াল নামে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর এলাকা থেকে গ্রেফতার করে কুমিল্লাস্থ দুর্নীতি দমন কমিশন (দুদক)। জানা যায়, সড়ক ও জনপদ (সওজ) বিভাগ-ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের কম্পিউটার অপারেটর আবদুল আউয়াল সওজ’র ঠিকাদারদের জামানতের ৩টি চেক জালিয়াতির মাধ্যমে সাড়ে ৫ কোটি টাকার চেক লিখে ওই টাকা উত্তোলন করে আত্মসাত করেন। এ বিষয়ে সওজ-ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী আবু এহতেশাম রাশেদ বাদী হয়ে গত ২০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ওই কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। শিশু ধর্ষণ চেষ্টা ॥ গ্রেফতার এক স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বীরগঞ্জ উপজেলায় তিন বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। ধর্ষককে গ্রেফতার করে ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, উপজেলার সাতোর ইউনিয়নের শালবন এলাকার তিন বছরের শিশুকে একই এলাকার মোহাম্মদ হোসেনের পুত্র মোজাফ্ফর হোসেন রবিবার দুপুরে বাড়ির টয়লেটে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে মোজাফ্ফর পালিয়ে যায়। ১৭ দিন নিখোঁজ ধান ব্যবসায়ী স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ১৭ দিন পেরিয়ে গেলেও কোন খোঁজ মেলেনি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ধান ব্যবসায়ী আসাদুজ্জামান লাইফের (৩৮)। স্বামীর খোঁজ ও তাকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন আসাদুজ্জামানের স্ত্রী স্কুলশিক্ষিকা জেসমিন আরা বেগম। আসাদুজ্জামান উপজেলার বাসুদেবপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। তিনি তার পরিবার নিয়ে ফুলবাড়ী পৌরশহরের উত্তর সুজাপুর প্রফেসরপাড়ায় ভাড়াবাড়িতে বসবাস করছিলেন। ৬ দফা দাবিতে হবিগঞ্জে রেলপথ অবরোধ নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৩ অক্টোবর ॥ আন্তঃনগর ট্রেনের টিকেট বৃদ্ধিসহ ৬ দফা দাবিতে সোমবার সকালে সদর উপজেলাধীন শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট রেলপথ অবরোধ ও বিক্ষোভ করেছে ক্ষুব্ধ জনতা। শায়েস্তাগঞ্জ উন্নয়র ফোরামের ব্যানারে সকাল ১০টায় রেলওয়ে জংশন এলাকায় অবরোধ শুরু হলে আন্তঃনগর কালনী এক্সপ্রেসসহ উভয় দিক থেকে একাধিক ট্রেন বিভিন্ন স্থানে আটকা পড়ে। এতে প্রচ- গরমের মাঝে যাত্রীদের দুর্ভোগ চরমে উঠে। এ সময় এক শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন স্টেশনে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে উন্নয়ন ফোরামের আহ্বায়ক মোশারফ হোসেন শাহেদ সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র ছালেক মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি আব্দুর রশীদ তালুকদার ইকবাল, আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান প্রমুখ। পরবর্তীতে এডিসি সফিউল আলম অবরোধকারীদের উদ্দেশ্যে বলেন, আগামী ৩-৪ দিনের মধ্যে আন্তঃনগর ট্রেনের টিকিট বৃদ্ধির আশ্বাস দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। শুধু তাই নয়, আগামী ১৫ দিনের মধ্যে ৬ দফা দাবিও মেনে নেয়ার আশ্বাস প্রদান করেছে কর্তৃপক্ষ। এরই প্রেক্ষিতে ঘণ্টাব্যাপী রেলপথ অবরোধ তুলে নেয় জনতা। কুয়েটে সংঘর্ষ ॥ শিক্ষার্থীদের নিরাপত্তা দাবি স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। রবিবার রাত সাড়ে ১০টা থেকে প্রায় ১২টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে। হামলায় বহিরাগতরাও অংশ নেয় বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত কুয়েট ছাত্রলীগের সহ-সম্পাদক মুন্সী আমিরুজ্জামানকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে রবিবার রাতের হামলার প্রতিবাদে সোমবার সকালে শিক্ষার্থীরা তাদের নিরাপত্তাসহ বিভিন্ন দাবিতে ক্লাস বর্জন করে প্রশাসনিক ভবন ও বিভিন্ন ডিপার্টমেন্টের সামনে অবস্থান কর্মসূচী পালন করে। পরে কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে বেলা ১টার দিকে তারা অবস্থান স্থল ছেড়ে যায়। এছাড়া ওই ঘটনার জন্য কুয়েট ছাত্রলীগের একাংশ ছাত্রলীগ সভাপতি শাফায়াত হোসেন নয়নকে দায়ী করে সোমবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। সাধারণ শিক্ষার্থীরা জানান, কুয়েটে ছাত্রলীগের নবঘোষিত বঙ্গবন্ধু হল কমিটি ও ডাইনিংয়ের নিয়ন্ত্রণ নিয়ে মতবিরোধের জের ধরে রবিবার রাত ১০টার দিকে পদ বঞ্চিতদের সঙ্গে কুয়েট ছাত্রলীগ সভাপতি শাফায়াত হোসেন নয়ন গ্রুপের তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে নয়ন গ্রুপের হামলা চালায়। এ ব্যাপারে কুয়েট ছাত্রলীগ সভাপতি শাফায়াত হোসেন নয়ন বলেন, যারা অপকর্মে লিপ্ত থাকে তারা ছাত্রলীগ করতে পারে না। রবিবার রাতের ঘটনার সঙ্গেও তার কোন সম্পৃক্ততা নেই। তাছাড়া সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। রমেক কর্মচারী হত্যার বিচার দাবি নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৩ অক্টোবর ॥ রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালের সরকারী কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মরহুম মোখলেছুর রহমানের হত্যাকারীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে নিহতের স্ত্রীসহ স্বজনরা। সোমবার স্থানীয় সত্যের বন্ধন কার্যালয়ে তারা এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মরহুম মোখলেছুর রহমানের শ্বশুর খলিলুর রহমান। এ সময় মরহুমের স্ত্রী খোরশেদা বেগম, মেয়ে মাহবুবা মৌ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, মোখলেছুর রহমানকে গত ৩০ আগস্ট হাসপাতালের কতিপয় সন্ত্রাসী হত্যার উদ্দেশ্যে বর্বর হামলা চালায়। সে সময় গুরুতর আহত হয়ে রচিমহাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি গত ৯ সেপ্টেম্বর মারা যান। মরহুমের স্ত্রী খোরশেদা বেগম বলেন, ‘স্বামী সন্ত্রাসীদের হাতে মারা যাওয়ার পর মামলা হলেও পুলিশ আসামিদের গ্রেফতারের বিষয়ে উদাসীনতা দেখাচ্ছে। বর্তমানে আসামিরা ঘুরে বেড়াচ্ছে এবং আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। মামলার আসামি মশিউর রহমান, আশিকুর রহমান নয়ন, আব্দুর রউফ, শাহিনুর ইসলাম শাহিন, মামুনুর রশিদ বিপ্লবসহ অজ্ঞাতদের দ্রুত আইনের আওতায় না আনা হলে তারা আমাদের পরিবারের উপরও হামলা করতে পারে। আমার স্বামীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দেয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। ইউপি চেয়ারম্যান গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ৩ অক্টোবর ॥ জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে সেনবাগ উপজেলার ছাতরপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। সোমবার দুপুরে জেলা শহরের মাইজদীকোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, ২০১৫ সালের মার্চ-এপ্রিল মাসে ছাতারপাইয়া ইউপির সাবেক সদস্য তোফাজ্জল হোসেনসহ দুই ব্যক্তি চেয়ারম্যান আবদুর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে দুর্নীতি দমন কমিশনে দুইটি অভিযোগ করেন। অভিযোগের বিষয়ে কমিশনের পক্ষ থেকে আবদুর রহমানের কাছে বক্তব্য চাওয়া হলে তিনি লিখিত বক্তব্য দাখিল করেন। বিশ্ব বসতি দিবস স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ বিশ্ব বসতি দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। সোমবার সকালে শহরের শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে কালেক্টরেটে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা হয়। এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। অতিরিক্ত জেলা প্রশাসক হারুন-অর-রশীদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু বকর সিদ্দিক, মেহেরুন্নেসা নাজমা, ডাঃ আবুল বাশার প্রমুখ। বাকৃবিতে দুই দফা দাবিতে সংবাদ সম্মেলন বাকৃবি সংবাদদাতা ॥ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে ভর্তি ফরমের মূল্য বৃদ্ধিসহ সকল ধরনের ফি বৃদ্ধি এবং আবেদনকারী সকল শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবি জানানো হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাকৃবি প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক সৌরভ দাস। গণপিটুনিতে এক ডাকাত নিহত নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৩ অক্টোবর ॥ ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের শোলাকুড়া নামক স্থানে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। তার নাম বিপ্লব (৩৫)। সে খুলনার মহির উদ্দিনের ছেলে। রবিবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আরও তিন ডাকাতকে আটক করে গ্রামবাসী। আটককৃতরা হলোÑ নাহিদ হোসেন, দেলোয়ার হোসেন, সুমন কুমার। পুলিশ জানায়, রাত সাড়ে ৩টার দিকে ঘাটাইল উপজেলায় ধলাপাড়া ইউনিয়নে সংঘবদ্ধ ডাকাতদল মাইক্রোবাস নিয়ে সাগরদীঘি-ভরাডুবা সড়কের শোলাকুড়ি এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এলাকাবাসী টের পেয়ে তাদের ধাওয়া করে। এ সময় তারা দিগি¦দিক ছুটে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পুলিশের গুলিতে ডাকাত আহত স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, নগরীর মতাশার এলাকার এক পুলিশ সদস্যর বাড়িতে ডাকাতি করতে গিয়ে ডিবি পুলিশের গুলিতে একাধিক মামলার আসামি জুয়েল গুলিবিদ্ধ হয়েছে। এ সময় ওয়াসিম নামের আরেক ডাকাতকে আটক করা হয়। গুলিবিদ্ধ ডাকাত জুয়েলকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর ডাকাত সদস্য ওয়াসিম পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে। আহত ডাকাত জুয়েল সদর উপজেলার মুকুন্দপট্টি গ্রামের নুর আলম মিয়ার ছেলে। আটক ডাকাত ওয়াসিমের বাড়ি ঝালকাঠিতে। ডিবি পুলিশ জানায়, ঢাকায় কর্মরত পুলিশ কনস্টেবল বাবুল মিয়ার মতাশার এলাকার বাড়িতে ৬-৭ জনের ডাকাতদল হানা দেয়ার খবর পেয়ে তারা সেখানে অভিযান পরিচালনা করে। চেক জালিয়াতির মামলায় গ্রেফতার স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ সড়ক ও জনপথ অধিদফতরের চেক জালিয়াতির মাধ্যমে সাড়ে পাঁচ কোটি টাকা আত্মসাতের মামলায় সড়ক ও জনপথ অধিদফতরের কম্পিউটার অপারেটর আবদুল আউয়ালকে সোমবার দুপুরে দুদকের কুমিল্লা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক ও মালার তদন্তকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ ব্রাহ্মণবাড়িয়া আদালত এলাকা থেকে গ্রেফতার করেছেন। নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ তেঁতুলিয়ায় নদীর পানিতে ডুবে দুই শিশু নিহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহতরা হলো ওই এলাকার আবুল কালামের ছেলে সোহেল (৯) এবং একই এলাকার আলী আকবরের ছেলে রতন (৮)। এরা আজিজ নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম ও ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে। জানা যায়, দুপুরে সোহেল ও রতন প্রতিবেশী শিশুদের সাথে বাড়ির পাশের গবরা নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আড়াইহাজারে স্কাউটসের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৩ অক্টোবর ॥ বাংলাদেশ স্কাউটসের আড়াইহাজার উপজেলার ত্রি-বার্ষিক কাউন্সিল-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মুক্তিযোদ্ধা এস এম মাজহারুল হক অডিটরিয়ামে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলের প্রথম পর্বে বাংলাদেশ স্কাউটস্ আড়াইহাজার উপজেলা সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।
×