ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নড়াইলে গৃহকর্মীর আত্মহত্যা ॥ রফা করার প্রস্তাব

প্রকাশিত: ০৪:৪১, ৪ অক্টোবর ২০১৬

নড়াইলে গৃহকর্মীর আত্মহত্যা ॥ রফা করার প্রস্তাব

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ৩ অক্টোবর ॥ কাজের মেয়ে নাজমিন নাহারকে (১৭) হত্যার অভিযোগ করা হয়েছে। সোমবার দুপুরে সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এর আগে রবিবার বিকেলে লোহাগড়া উপজেলার জয়পুর গ্রামে নাজমিনের মৃত্যু হয়। নাজমিনের মা ফরিদা বেগম জানান, লোহাগড়ার জয়পুর এলাকায় মহিউদ্দীন শেখের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করত নাজমিন। দুই মাস আগে ওই বাড়িতে গৃহপরিচারিকার কাজ নেয় সে। রবিবার সকালেও মহিউদ্দীনের বাড়িতে কাজ করতে যায় নাজমিন। পরে বিকেল তিনটার দিকে তার (ফরিদা) কাছে খবর আসে নাজমিন মারা গেছে। তার মেয়ের মৃত্যুর ঘটনায় রবিবার রাত ৮টার দিকে গৃহকর্ত্রী লাকি বেগম তাকে ৫০ হাজার টাকা নেয়ার প্রস্তাবও করেন। নাজমিনের মামা মফিজুর ইসলাম বলেন, মহিউদ্দীনের মেয়ের জামাই রাসেল ওই বাড়িতে থাকেন। প্রায়ই নেশা করে বাড়ি ফিরে মাতলামিসহ নাজমিনকে মারধর করে। রবিবারও নাজমিনকে মারধর করে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি। হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঘরের মধ্যে ঝুলিয়ে রাখা হয়। তবে মহিউদ্দীনের স্ত্রী লাকিসহ তার পরিবারের লোকজন দাবি করেন নাজমিন আত্মহত্যা করেছে। বেনাপোলে এখনও দেখা যাচ্ছে ধোঁয়া আবুল হোসেন, বেনাপোল ॥ এখনও বেনাপোল স্থলবন্দরের ২৩নং শেড থেকে ধোঁয়া বের হচ্ছে। এ শেডের আশপাশে পোড়া গন্ধে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। এছাড়া বিভিন্ন কেমিক্যাল গলে পানিতে সয়লাব হয়ে পড়েছে। ফলে মালামাল লোড-আনলোডে অসুবিধা দেখা দিয়েছে। তদন্ত কমিটির কাজ শেষ না হওয়া পর্যন্ত শেডের মধ্যে পোড়া ধ্বংসাবশেষ সরিয়ে ফেলার কাজও করা যাচ্ছে না। প্রতিবছর শতকরা ৫ ভাগ ভাড়া বৃদ্ধি করলেও বেনাপোল বন্দর উন্নয়নে কোন কার্যকরী ব্যবস্থা নেয়নি বন্দর কর্তৃপক্ষ। বন্দরের অব্যবস্থাপনা না দেখলে বোঝা কঠিন যে এখানে জনবল সঙ্কট কতটা প্রকট। এদিকে, ক্ষতিগ্রস্ত আমদানিকারকরা তাদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছে। অগ্নিকা-ের পর বেনাপোল বন্দরের সহকারী পরিচালক আব্দুল হান্নানকে প্রধান করে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী ১০ দিনের মধ্যে তাদের রিপোর্ট প্রদান করবে। অপরদিকে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষও একটি কমিটি গঠন করেছে। অতিরিক্ত কমিশনার ফিরোজ উদ্দিনকে প্রধান করে গঠিত এই কমিটিতে রয়েছেন আরও ৪ সদস্য। তারা ৭ দিনের মধ্যে রিপোর্ট প্রদান করবেন। অন্যদিকে এক যুগ্ম সচিবকে প্রধান করে নৌ-পরিবহন মন্ত্রণালয় ৪ সদস্য বিশিষ্ট অপর একটি কমিটি গঠন করেছে। ৩টি তদন্ত কমিটির মধ্যে স্থলবন্দর ও কাস্টমসের দুইটি তদন্ত কমিটি সোমবার সকাল থেকে কাজ শুরু করেছে। তবে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি এখনও তাদের কাজ শুরু করেনি। তারা মঙ্গলবার সকাল থেকে বেনাপোলে তদন্ত কাজ শুরু করবে বলে সূত্র জানায়। শেখ হাসিনাকে হত্যার হুমকি ॥ মামলা নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৩ অক্টোবর ॥ ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ব্যঙ্গচিত্র পোস্ট ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ায় সোমবার সদর থানা আমলী আদালতে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গাইবান্ধা জেলা যুবলীগ সভাপতি ও সাপ্তাহিক চলমান জবাবের সম্পাদক সরদার শাহীদ হাসান লোটন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
×