ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে ৭ খুন তদন্ত কর্মকর্তাকে জেরা অব্যাহত

প্রকাশিত: ০৪:৪০, ৪ অক্টোবর ২০১৬

নারায়ণগঞ্জে ৭ খুন তদন্ত কর্মকর্তাকে জেরা অব্যাহত

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৩ অক্টোবর ॥ সাত খুন মামলায় তদন্ত কর্মকর্তা মামুনুর রশীদ ম-লকে আসামি পক্ষের আইনজীবীদের জেরা অব্যাহত রয়েছে। সোমবার চতুর্থ দিনের মতো তদন্ত কর্মকর্তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। মামলার প্রধান আসামি নূর হোসেনের আইনজীবী এ্যাডভোকেট খোকন সাহা তার জেরা সম্পন্ন করেন। নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তদন্ত কর্মকর্তাকে জেরা করা হয়। মামলার পরবর্তী তারিখ আগামী ৬ অক্টোবর। জেরার সময় সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এই মামলার প্রধান আসামি নূর হোসেন ও র‌্যাবের চাকরিচ্যুত তিন কর্মকর্তা লেফটেনেন্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, লেফটেনেন্ট কমান্ডার এম এম রানা ও মেজর আরিফ হোসেনসহ ২৩ আসামিকে আদালতের কাঠগড়ায় হাজির করা হয়। এদিকে একসঙ্গে ২৩ আসামিকে দীর্ঘ সময় কাঠগড়ার লোহার খাঁচায় গাদাগাদি দাঁড়াতে সমস্যা হওয়ায় গত শনিবার আসামিদের সমস্যার কথা বিবেচনায় এনে লোহার খাঁচাটি বড় করে প্রায় দ্বিগুণ করা হয়েছে। টুকু হত্যা মামলা সিআইডিতে স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক জিয়াউল হক টুকু হত্যা মামলার নতুন করে তদন্ত শুরু হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে গত ২০ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আলোচিত এই মামলাটি সিআইডিতে হস্তান্তর করার পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ নতুন করে তদন্ত শুরু করে। সিআইডি রাজশাহী অফিসের পরিদর্শক মাহবুব আলম বলেন, নতুন করে মামলার তদন্ত শুরু হয়েছে। তদন্তে দুটি বিষয়কে প্রাধান্য দেয়া হচ্ছে। এর মধ্যে একটি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) টেন্ডার এবং অপরটি রাজশাহী ওয়াসার চেয়ারম্যানের পদ। এ মামলার কারাবন্দী প্রধান আসামির রিমান্ডেরও আবেদন করেছেন তিনি। তবে রিমান্ডের শুনানি হয়নি। আদালতে রিমান্ড মঞ্জুর হলে তদন্ত কাজ অনেকটাই এগিয়ে যাবে বলে মনে করেন তিনি। কয়েন নিয়ে বিপাকে স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড় এক, দুই ও পাঁচ টাকার কয়েন নিয়ে মহাবিপাকে পড়েছে খুচরা ব্যবসায়ীরা। খদ্দেরদের কাছ থেকে খুচরা ব্যবসায়ীরা কয়েন নিলেও কোন কোম্পানির লোকজন এমনকি ব্যাংকও এ সকল কয়েন নিচ্ছে না। বিশেষ করে পান সিগারেট ব্যবসায়ীরা পড়েছে ভোগান্তিতে। খুচরা ব্যবসা করার কারণে তাদের কয়েন নিতেই হয়। কিন্তু সেই কয়েন আর তারা কাউকে দিতে পারে না। তাই অনেক সময় তারা খদ্দেরদের কাছ থেকে কয়েন নিতে অনীহা প্রকাশ করছে। কাউকে দিতে না পারায় রিক্সা-ভ্যান ও অটোরিক্সার চালকরাও যাত্রীদের কাছ থেকে কয়েন নিচ্ছে না। বধূদের স্বাস্থ্যবিষয়ক সভা স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ পল্লী-শ্রীর ইমেজ প্রকল্পের কিশোরী বধূদের নিয়ে স্বাস্থ্যবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। কন্যা শিশু দিবস উপলক্ষে সোমবার দুপুরে উত্তরা ইপিজেডের ডিজার হোটেলের সম্মেলন কক্ষে উক্ত অবহিতকরণ সভায় দুইশত কিশোরী বধূ উপস্থিত ছিলেন। ইমেজ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার নিলিমা রানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ আব্দুল রশিদ। বক্তব্য রাখেন নীলফামারী সদর আধুনিক হাসপাতালে মেডিক্যাল অফিসার ডাঃ সুলতানা রাজিয়া, সাংবাদিক তাহমিন হক ববী, শীষ রহমান। ইস্টার্ন ইউনিভার্সিটির এ্যাডমিশন ওপেন হাউস শুরু ইস্টার্ন ইউনিভার্সিটিতে সোমবার থেকে শুরু হলো তিন দিনব্যাপী ফল সেমিস্টার এ্যাডমিশন ওপেন হাউস। ধানম-ির বিশ্ববিদ্যালয় প্লাজায় সকাল ৯টায় শুরু হয়ে মেলা চলবে প্রতিদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত। মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন- বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ আলী আজ্জম, উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব, উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী, ডিন, রেজিস্ট্রার, এডভাইজার, চেয়ারপার্সন, ভর্তি শাখার পরিচালক, শিক্ষক, কর্মকর্তা এবং ছাত্রছাত্রীবৃন্দ। -বিজ্ঞপ্তি
×