ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বর্ণালীর বিশ্বজয়

প্রকাশিত: ০৪:৪০, ৪ অক্টোবর ২০১৬

বর্ণালীর বিশ্বজয়

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ অজপাড়াগাঁয়ের শিশু শিক্ষার্থী বর্ণালী বাগচী গ্লোবাল আর্ট চ্যাম্পিয়ন এ্যাওয়ার্ড-২০১৬ অর্জন করেছে। ছবি এঁকে শিশু শিক্ষার্থীর বিশ্বজয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে খুশির জোয়ার বইছে। বিশ্ব খাদ্য কর্মসূচী (ডব্লিউএফপি) বিশ্বের বিভিন্ন দেশের দারিদ্র্যপীড়িত শিশুদের নিয়ে ২০১৪ সাল থেকে এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে। বিশ্বের ১৪টি দেশের সেরা পাঁচটি করে ছবি এ প্রতিযোগিতায় অংশ নেয়। ১৪ দেশের সেরা ৭০টি ছবির মধ্যে আটটি চ্যাম্পিয়ন হয়। এরমধ্যে দুটি ছবি বাংলাদেশের দুই শিশু শিক্ষার্থীর আঁকা। বাগেরহাটের ফকিরহাট উপজেলার মুলঘর ইউনিয়নের মায়ারখালী গ্রামের বিকাশ বাগচীর মেয়ে বর্ণালী বাগচী। সে কলকলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। কলকলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বর্ণালী বাগচীর হাতে ১০০ ডলারের সমপরিমাণ পুরুস্কার ও সনদপত্র তুলে দেয়া হয়। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে ২০০ ডলারের সমপরিমাণের অর্থ তুলে দেন ডব্লিউএফপি ও শিক্ষা কর্মকর্তারা। সাতক্ষীরায় সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখলের প্রতিবাদে বিক্ষোভ স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি গোলাম রসুল বিপ্লবের নেতৃত্বে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি জবরদখল ও দেশ ছাড়ার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ আশাশুনি উপজেলা শাখার আয়োজনে সোমবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেয়া হয়। অন্যদিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি গোলাম রসুল বিপ্লবের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মানববন্ধন করার প্রতিবাদে আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের বিরুদ্ধে মানববন্ধন ও কুশপুতুল দাহ করা হয়। সাতক্ষীরা জেলার সচেতন ছাত্রছাত্রীর ব্যানারে প্রেসক্লাবের সামনে রবিবার এ মানববন্ধন ও কুশপুতুল দাহ করা হয়। সোমবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ আশাশুনি উপজেলা শাখার সভাপতি নীলকণ্ঠ সোমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আশাশুনি উপজেলা শাখার সাধারণ সম্পাদক রণজিত কুমার বৈদ্য, সাংগঠনিক সম্পাদক হীরা লাল বিশ্বাস, দীপক কুমার ম-ল, সত্যজিত ম-ল প্রমুখ। বক্তারা এ সময় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি গোলাম রসুল বিপ্লবকে সাবেক শিবির ক্যাডার আখ্যায়িত করে তাকে দল থেকে বহিষ্কার এবং শাস্তির দাবি জানান।
×