ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুই গৃহবধূসহ তিন খুন ॥ দুই লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:৩৯, ৪ অক্টোবর ২০১৬

দুই গৃহবধূসহ তিন খুন ॥ দুই লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ কুমিল্লায় পানিতে চুবিয়ে ও কলাপাড়ায় অপর গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মেহেরপুরে ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে কুপিয়ে। এছাড়া পুলিশ উদ্ধার করেছে অজ্ঞাত দুই লাশ। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : কুমিল্লা ॥ কামরুন্নাহার নামে এক গৃহবধূকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে তার স্বামী হান্নান সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে চান্দিনা উপজেলার পিপুইয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হান্নান সরকার ওই গ্রামের শাহজাহান সরকারের ছেলে। এ ঘটনায় নিহত কামরুন্নাহারের ভাই এরশাদ হোসেন বাদী হয়ে হান্নান সরকারকে আসামি করে চান্দিনা থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চান্দিনা উপজেলার পিপুইয়া গ্রামের হান্নান সরকার ও তার স্ত্রী একই উপজেলার বড়ইয়াকৃষ্ণপুর গ্রামের আবদুল আজিজ প্রধানের মেয়ে কামরুন্নাহারের সঙ্গে কিছুদিন যাবত দাম্পত্য কলহ চলে আসছিল। রবিবার গভীর রাতে কামরুন্নাহার স্বামীর সঙ্গে অভিমান করে বাবার বাড়ির উদ্দেশে রওনা দেয়। হান্নান তার পিছু নেয় এবং পিপুইয়া গ্রামের পুকুরপাড়ে আসার পর বেধড়ক মারধর করে ওই পুকুরে ফেলে দেয়। কামরুন্নাহারকে পুকুরের পানিতে চুবিয়ে হত্যার পর তার স্ত্রী পানিতে ডুবে মারা গেছে বলে প্রচার করে। স্থানীয়রা উদ্ধার করে দাউদকান্দি উপজেলার গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কলাপাড়া ॥ দ্বিতীয় স্ত্রী এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী কুলসুম বেগমকে বাড়িতে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। পাষ- বিয়ে পাগলা স্বামী মধ্যবয়সী কেফায়েত উল্লাহ মুন্সী, তার প্রথম স্ত্রী হালিমা, প্রথম স্ত্রীর ছেলে রাকিবুল ও নায়েম নৃশংস হত্যাকা- ঘটায় বলে কুলসুমের বাবা নুর মোহাম্মদ ও মা ফিরোজা বেগমের অভিযোগ। রবিবার রাত আনুমানিক সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে ঘটনাটি ঘটেছে। কুষ্টিয়া ॥ মেহেরপুরে ইটভাঁটি ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতের নাম আবুল খায়ের (৩৮)। রবিবার রাতে গাংনী উপজেলার থানাপাড়া এলাকায় তিনি সন্ত্রাসী হামলার শিকার হন। চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে সোমবার ভোরে তিনি মারা যান। আবুল খায়ের থানাপাড়া এলাকার মৃত মুক্তার হোসেনের ছেলে। সিরাজগঞ্জ ॥ সোমবার দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়ায় যমুনা নদীর চায়না বাঁধ এলাকা থেকে অজ্ঞাত গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে চায়না বাঁধ এলাকায় ভাসমান অবস্থায় মৃতদেহটি দেখতে পান স্থানীয় এলাকাবাসী। মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত যুবকের (৩৫) লাশ উদ্ধার হয়েছে। সোমবার সকালে ঢাকা-দোহার সড়কের পাশে রাঢ়িখাল চেয়ারম্যানবাড়ী এলাকার ডোবা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। সকালে ডোবার মধ্যে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
×