ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে ৩০ শিশুকে উদ্ধার ॥ আটক তিন

প্রকাশিত: ০৪:৩৮, ৪ অক্টোবর ২০১৬

নীলফামারীতে ৩০ শিশুকে উদ্ধার ॥ আটক তিন

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ পাচার সন্দেহে ঢাকাগামী ৩০ শিশুকে উদ্ধার ও তিনজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর গভীর রাতে ইউপি চেয়ারম্যান ও অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে তাদের। এই ৩০ শিশুর বয়স ১০ হতে ১৫ বছরের মধ্যে। রবিবার রাত সাড়ে নয়টার দিকে নীলফামারী বাস টার্মিনালে ঢাকাগামী ‘মায়ের আচঁল’ (ঢাকা মেট্রো-ব-১৫-৮০৯১) পরিবহন থেকে তাদের আটক করা হয়। শিশুদের সকলের বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের মল্লিকাদহ ও কামাতপাড়া গ্রামে। রাত সাড়ে ১২টার দিকে আটকের মূল তথ্য জানানো হয় র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২’র পক্ষ থেকে। র‌্যাব জানায়, ঢাকাগামী ওই বাসে তিন পাচারকারী ৩০ শিশুকে নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বাস হতে তিন দলনেতাকে আটক ও ৩০ শিশুকে উদ্ধার করে র‌্যাব ক্যাম্পে নিয়ে আসা হয়। কোচটি দেবীগঞ্জ হতে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। জিজ্ঞাসাবাদের পর জানা যায় রাজধানী কেরানীগঞ্জে আলহামদুলিল্লাহ গার্মেন্টস ফ্যাক্টরিতে শ্রমিকের কাজের জন্য ওই শিশুদের নিয়ে যাওয়া হচ্ছিল। যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ৩ অক্টোবর ॥ দৌলতপুরে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে সন্ধ্যা খাতুন (২০) নামে এক গৃহবধূকে অমানবিক নির্যাতন করেছে পাষ- স্বামী। বর্তমানে নির্যাতিত গৃহবধূ দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে, উপজেলার ফিলিপনগর ইউপির ফিলিপনগর দফাদারপাড়া গ্রামের বিপ্লব তার স্ত্রী সন্ধ্যাকে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে কয়েকদিন ধরে চাপ প্রয়োগ করে আসছিল। অসহায় ও দরিদ্র বাবার বাড়ি থেকে সন্ধ্যা যৌতুকের টাকা নিয়ে আসতে অপারগতা প্রকাশ করলে রবিবার রাত সাড়ে ৯টার দিকে সন্ধ্যাকে ঘরের ভেতর আটকিয়ে তাকে হত্যার উদ্দেশে তার ওপর অমানবিক নির্যাতন চালায়। মুখ, হাত ও পা বেঁেধ বেধড়ক মারপিট ও শরীরের বিভিন্ন স্থানে সিগারেটের আগুন দিয়ে পুড়িয়ে নির্মমভাবে নির্যাতন করে। একপর্যায়ে সন্ধ্যা জ্ঞান হারালে পাষ- স্বামী বিপব সন্ধ্যাকে ঘরের ভেতর আটকিয়ে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে সন্ধ্যার বাবার বাড়ির লোকজন সন্ধ্যাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করে। বীন ও গোয়ালা সম্প্রদায়ের মানববন্ধন স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ সদরের ব্রহ্মপুত্র পারের সংখ্যালঘু বীন ও গোয়ালা সম্প্রদায় সোমবার সকালে শহরের শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে মানববন্ধন ও সমাবেশ করেছে। নবগঠিত ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় স্থাপনে চরজেলখানা চরের বাসিন্দা ৩০০-৪০০ পরিবারের জমি অধিগ্রহণ করা হতে পারে আশঙ্কায় বীন ও গোয়ালা পরিবারের সদস্যরা সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মানববন্ধন করে। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বলা হয়, এর আগে এসব সম্প্রদায়ের শহরের জমি অধিগ্রহণ করা হয়েছে। এখন চরের জমি অধিগ্রহণ করা হলে তাদের মাথা গুজার আর কোন ঠাঁই থাকবে না। বাল্যবিয়ে প্রতিরোধে সেমিনার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ দেশে প্রতি তিনটির মধ্যে দুইটি বিয়েতে বাল্যবিয়ের শিকার হচ্ছেন মেয়েরা। এছাড়া দেশে ১৮ বছরের আগে যাদের বিয়ে হয়েছে তাদের মধ্যে ৮৬ ভাগের কোন শিক্ষা নেই। ইউনিসেফের তথ্য অনুযায়ী দেশের ৬৬ শতাংশ মেয়েরাই বাল্যবিয়ের শিকার হয়ে থাকে। সোমবার রাজশাহীতে অনুষ্ঠিত ‘শিশু বিবাহ প্রতিরোধ : আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব তথ্য প্রকাশ করা হয়। রাজশাহী জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় কন্যাশিশু এ্যাডভোকেসি ফোরাম এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে। এতে জানানো হয়, বাল্যবিয়ের হার শূন্যের কোটায় নামাতে পারলে ৭৫ দশমিক ৫ ভাগ নারীকে বিয়ের পরে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করতে হবে না।
×