ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী ২০ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের ৩১ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন

প্রকাশিত: ০৪:৩৫, ৪ অক্টোবর ২০১৬

প্রধানমন্ত্রী ২০ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের ৩১ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের ৩১তলা ভবনের ভিস্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফ থেকে সোমবার এক পত্রের মাধ্যমে জাতীয় প্রেসক্লাব কর্তৃপক্ষকে একথা জানানো হয়েছে। আগামী ২২ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিল। কাউন্সিলের ব্যস্ততার মাঝেও প্রধানমন্ত্রী সাংবাদিকদের গর্বের এই আধুনিক ভবনের ভিস্তিপ্রস্তর স্থাপন করতে রাজি হয়েছেন। তবে সময় স্বল্পতার কারণে তিনি জাতীয় প্রেসক্লাবে এক ঘণ্টা অবস্থান করবেন। ফলে জাতীয় প্রেস ক্লাবের হাইরাইজ এই ভবনটির ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান হবে এক ঘণ্টা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সকাল সাড়ে ১১টা। আগামী ২০ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনেই প্রেসক্লাব কর্র্র্তৃপক্ষ তাদের নবনির্মিত ৩১তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ নেয়। সে মোতাবেক প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়ে চিঠি দেয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় ফিরতি চিঠির মাধ্যমে সোমবার তা নিশ্চিত করেছে। এ খবর পাওয়ার পর সোমবার দিনভর প্রেসক্লাবে বয়ে যায় আনন্দের বন্যা। দলমত নির্বিশেষে সাংবাদিকরা আনন্দ প্রকাশ করেন। এ প্রসঙ্গে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সফিকুর রহমান জনকণ্ঠকে জানান, ‘প্রেস ক্লাবের ৩১তলা ভবনের প্রতিটি ফ্লোরের স্পেস হবে ২২ হাজার বর্গফুট। এ ভবনের ছাদে থাকবে একটি শক্তিশালী হেলিপ্যাড। যে কোন রাষ্ট্র প্রধান বা সরকার প্রধান প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করতে চাইলে হেলিকপ্টারে এসে ছাদে নেমে বিশেষ লিফটের মাধ্যমে কনফারেন্স কক্ষে চলে আসতে পারবেন। ভিআইপিদের জন্য নতুন ভবনে থাকবে বিশেষ লিফট। গাড়িতে এসেও ওই লিফটে করে বিশিষ্ট ব্যক্তিরা কনফারেন্স কক্ষে যেতে পারবেন।’ এছাড়াও ৩১ তলা এই আধুনিক ভবনে সিনেপ্লেক্স, মিডিয়া মিউজিয়াম, লাইব্রেরি, গেস্ট হাউস, ডর্মেটরি, আইটি রুম, সবুজ বাগান প্রভৃতি থাকবে। কয়েকটি ফ্লোর বাণিজ্যিকভাবে ব্যবহার করা হবে। এসব ফ্লোব দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেয়া হবে। ভবনের মাঝখানে থাকবে খালি জায়গা।
×