ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এম. ফখরুল আলম ওয়ান ব্যাংকের এমডি হিসেবে পুনঃনিয়োগ

প্রকাশিত: ০৪:৩৪, ৪ অক্টোবর ২০১৬

এম. ফখরুল আলম ওয়ান ব্যাংকের এমডি হিসেবে পুনঃনিয়োগ

এম. ফখরুল আলম ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তিন বছরের জন্য পুনঃনিয়োগ পেয়েছেন। তিনি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদে দায়িত্ব পালন করার আগে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) পদে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ওয়ান ব্যাংকে দায়িত্ব গ্রহণের আগে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং কর্পোরেট ব্যাংকিং, ট্রেজারি ও বিনিয়োগ ব্যাংকিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। -বিজ্ঞপ্তি কক্সবাজারে ২০ নারী উদ্যোক্তাকে বিউটিফিকেশন বাক্স বিতরণ স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্র্রিজের উদ্যোগে জেলার বিউটি পার্লারের ২০ জন স্বত্বাধিকারী নারী উদ্যোক্তাকে বিউটিফিকেশন সামগ্রীভর্তি বাক্স বিতরণ করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং দেশের শীর্ষ বাণিজ্যিক সংগঠন এফবিসিসিআই-এর সহযোগিতায় কক্সবাজার চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ সরকারের ‘নারী উদ্যোক্তা ও সম্প্রসারণ’ কর্মসূচী বস্তবায়ন করছে। রবিবার সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নারী উদ্যোক্তাদের মধ্যে উপকরণ সামগ্রী বিতরণকালে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আলী হোসেন বলেন, দেশের অর্থনীতিকে লক্ষ্যমাত্রায় এগিয়ে নিতে হলে প্রতিটি নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার কোন বিকল্প নেই। অনুষ্ঠানের সভাপতি এবং চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রথম সহসভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা বলেন, প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় নারীর ক্ষমতায়নের জন্য দেশে এবং বিদেশে শুধু নিজেই সম্মানিত হননি, সমগ্র জাতিকে সম্মানিত করেছেন। নারীর প্রতি বৈষম্য দূরীকরণ এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য সরকারের পাশাপাশি ব্যবসায়ীমহলসহ প্রতিটি সক্ষম ব্যক্তিকে এগিয়ে আসতে হবে। আজ থেকে শুরু এশীয় টেলিযোগাযোগ সম্মেলন অর্থনৈতিক রিপোর্টার ॥ আজ মঙ্গলবার থেকে রাজধানীর হোটেল লা-মেরিডিয়ানে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কাউন্সিলের (এসটিআরসি) ১৭তম সভা। সার্কভুক্ত দেশসহ ইরান এই সভায় অংশগ্রহণ করবে। সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সেন্ট্রাল হল রুমে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। শুরুতে ১৭তম কাউন্সিল সভার মূল বিষয় তুলে ধরেন বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ। তিনি জানান, আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টায় হোটেল লা-মেরিডিয়ানে এ সভার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। লিখিত বক্তব্যে জানানো হয়, সভার আয়োজক দেশ হিসেবে রয়েছে বাংলাদেশ। এতে বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, আফগানিস্তান, মালদ্বীপ, ইরানসহ এশিয়ার ৯টি দেশের টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক রেগুলেটরি সংস্থার প্রধান, টেলিকম অপারেটর, উদ্যোক্তা, সরকারী এবং বেসরকারী সংস্থার কর্মকর্তা, বিশেষজ্ঞসহ ১০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন। তিন দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে মোট ১১টি সেশন ও টুলস রিকুয়ার্ড শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে।
×