ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ডিএসই থেকে ৩০ কোটি টাকা রাজস্ব আদায়

প্রকাশিত: ০৪:৩১, ৪ অক্টোবর ২০১৬

ডিএসই থেকে ৩০ কোটি টাকা রাজস্ব আদায়

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে সরকার ৩০ কোটি ২২ লাখ টাকা রাজস্ব আদায় করেছে। ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ৩ মাসে (জুলাই- সেপ্টেম্বর) এ রাজস্ব আদায় হয়েছে। ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। ডিএসই আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ৫৩বিবিবি ধারা অনুযায়ী, ব্রোকারেজ হাউস থেকে উৎসে কর বাবদ ২৪ কোটি ৬৯ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। এছাড়া বাকি ৫ কোটি ৫৩ লাখ টাকার রাজস্ব আদায় করা হয়েছে আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ৫৩ এম ধারা অনুযায়ী উদ্যোক্তা ও প্লেসমেন্ট শেয়ার বিক্রয়বাবদ। -অর্থনৈতিক রিপোর্টার লভ্যাংশ পাঠিয়েছে দুই মিউচুয়াল ফান্ড পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। ফান্ড দুটি হচ্ছে- গ্রীনডেল্টা মিউচুয়াল ফান্ড ও ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ফান্ড দুটির ট্রাস্টি ৩০ জুন ২০১৬ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিইএফটিএনের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। উল্লেখ্য, সমাপ্ত হিসাব বছরে মিউচুয়াল ফান্ড দুটি ৫ শতাংশ করে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। -অর্থনৈতিক রিপোর্টার
×