ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিদেশী বিনিয়োগকারীদের শেয়ার কেনাবেচা বেড়েছে

প্রকাশিত: ০৪:৩১, ৪ অক্টোবর ২০১৬

বিদেশী বিনিয়োগকারীদের শেয়ার কেনাবেচা বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদেশী বিনিয়োগকারীদের শেয়ার কেনাবেচার পরিমাণ বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বিদেশীদের নিট বিনিয়োগের পরিমাণও। ২০১৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে বিদেশীদের পোর্টফোলিওতে নিট বিনিয়োগ ছিল ৮১ কোটি ৮৪ লাখ টাকা। আর চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে এ লেনদেনের পরিমাণ ৫৮৭ কোটি ২৪ লাখ টাকায় উন্নীত হয়। এক বছরের ব্যবধানে বিদেশীদের নিট বিনিয়োগ ছয় গুণের বেশি বেড়েছে। ২০১৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে বিদেশীদের পোর্টফোলিও থেকে ডিএসইতে শেয়ার কেনাবেচার পরিমাণ ছিল ৫ হাজার ৪৬৭ কোটি ৯১ লাখ টাকা, যা চলতি বছরের প্রথম নয় মাসে ৬ হাজার ৩৯৭ কোটি টাকায় উন্নীত হয়েছে। এক বছরের ব্যবধানে শেয়ার কেনাবেচার পরিমাণ বেড়েছে প্রায় ১৭ শতাংশ। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে বিদেশীরা মোট ৩ হাজার ৪৯২ কোটি টাকায় বিভিন্ন তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয় করেছেন। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২ হাজার ৭৭৪ কোটি ৮৭ লাখ টাকা। অবশ্য এ সময়ে শেয়ার ক্রয়ের সঙ্গে সঙ্গে বিক্রির পরিমাণও বেড়েছে। ২০১৫ সালের প্রথম নয় মাসে বিদেশীদের শেয়ার বিক্রির পরিমাণ ছিল ২ হাজার ৬৯৩ কোটি টাকা, যা ২০১৬ সালের প্রথম নয় মাসে ২ হাজার ৯০৪ কোটি টাকায় দাঁড়িয়েছে। সেপ্টেম্বর মাসে ডিএসইতে বিদেশীদের মোট লেনদেনের পরিমাণ ছিল ৬৮০ কোটি ৩৯ লাখ টাকা। এর মধ্যে শেয়ার কেনার পরিমাণ ছিল ৪৪০ কোটি ৯৬ লাখ টাকা। আর এ সময়ে বিদেশীরা শেয়ার বিক্রি করেছেন ২৩৯ কোটি ৪২ লাখ টাকা। এ হিসাবে সেপ্টেম্বর মাসে বিদেশীদের নিট বিনিয়োগের পরিমাণ ছিল ২০১ কোটি ৫৪ লাখ টাকা।
×