ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লিবিয়ায় আইএসের গুলিতে ডাচ্ ফটো সাংবাদিক নিহত

প্রকাশিত: ০৪:৩০, ৪ অক্টোবর ২০১৬

লিবিয়ায় আইএসের গুলিতে ডাচ্ ফটো সাংবাদিক নিহত

লিবিয়ার সির্তে শহরে লড়াইয়ের সংবাদ সংগ্রহের সময় আইএস চোরাগোপ্তা হামলাকারীর গুলিতে নেদারল্যান্ডসের এক ফটোসাংবাদিক নিহত হয়েছেন। নিহত জেরোয়েন ওয়েরলেম্যান্স (৪৫) ইসলামিক স্টেট (আইএস) জঙ্গীর গুলিতে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসির। ঘটনার সময় ওয়েরলেম্যান্স মাইন উদ্ধারকারী একটি দলের সঙ্গে ছিলেন। সম্প্রতি আইএসের দখলমুক্ত হওয়া শহরের একটি অংশে কাজ করছিল ওই দলটি, এখান থেকেই সংবাদ সংগ্রহ করে প্রতিবেদন তৈরি করছিলেন ওয়েরলেম্যান্স। এর আগে ২০১২ সালে সিরিয়ায় কাজ করার সময় ব্রিটিশ ফটোগ্রাফার জন ক্যান্টলির সঙ্গে অপহৃত হয়েছিলেন তিনি। তবে এক সপ্তাহ পর উভয়েই মুক্ত হন। কিন্তু পরে ক্যান্টলি ফের অপহৃত হন এবং এখনও আইএসের হাতে বন্দী আছেন বলে ধারণা করা হয়। ওয়েরলেম্যান্সের আগে আফগানিস্তান, সিরিয়া ও লিবিয়ায় লড়াইয়ের সংবাদ কভার করেছিলেন। পাশাপাশি ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের ভ্রমণ নিয়েও লিখতেন তিনি। বেশ কয়েকটি প্রকাশনা প্রতিষ্ঠানের হয়ে কাজ করতেন তিনি। সেই ওয়াহিদা সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব শহরে চার মাস বয়সী মেয়ে ওয়াহিদাকে কোলে নিয়ে সিরীয় নাগরিক ইয়েহিয়া মাতোয়েক। ছবিটি শনিবার তোলা। সিরীয় বাহিনীর বিমান হামলায় বিধ্বস্ত ভবন থেকে উদ্ধার করার পর ওয়াহিদাকে কোলে নিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন এক উদ্ধারকর্মী। উদ্ধারের ভিডিও হোয়াইট হেলমেটস নামে একটি সংস্থা অনলাইনে পোস্ট করলে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে -এএফপি চীনে বয়স্ক মানুষ হবে ২৪ কোটি চীনে ২০২০ সাল নাগাদ ৬০ কিংবা তারও বেশি বয়সের মানুষের সংখ্যা দাঁড়াবে ২৪ কোটিতে। চীনের জাতীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমিশনের উপ-প্রধান লিউ কিয়ানের উদ্ধৃতি দিয়ে সিনহুয়া রবিবার বলেছে, ২০২০ সাল নাগাদ চীনের মোট জনসংখ্যার ১৭ শতাংশই হবে বয়স্ক মানুষ। লিউ জানান, চীনে ক্রনিক অসুস্থ রোগীর সংখ্যা ২৬ কোটিরও বেশি। এ সমস্ত অসুস্থতায় চীনে ৮৬ শতাংশেরও বেশি মানুষ মারা যায়। -ইয়াহু নিউজ সন্ত্রাসের বাহন পায়রা... আকাশে পায়রা ওড়ানো হয় শান্তির বাণী ছড়িয়ে দিতে। পাকিস্তান এবার সেই পায়রাকেই ব্যবহার করল হুমকি ও সন্ত্রাসের বার্তা বাহক হিসেবে। ভারতের প্রধানমন্ত্রীকে দেয়া হুমকি চিঠি নিয়ে পায়রা পাঠাল পাঠানকোটে। ভিমাল সেক্টরের এক বিএসএফ কর্মী তাকে আটক করে। পায়ে বাঁধা উর্দুতে লেখা একটি চিঠি। তাতে লেখা রয়েছে, আজকের পাকিস্তানকে ১৯৭১ সালের পাকিস্তানের সঙ্গে গুলিয়ে ফেললে ভুল হবে। পাকিস্তানের প্রত্যেক শিশু ভারতের সঙ্গে লড়তে তৈরি।- টাইমস অব ইন্ডিয়া
×