ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কেরলে আইএসের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার ৬

প্রকাশিত: ০৪:৩০, ৪ অক্টোবর ২০১৬

কেরলে আইএসের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার ৬

ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) জঙ্গী সংগঠন ইসলামিক স্টেটের (্্আইএস) সঙ্গে জড়িত সন্দেহে কেরল ও তামিলনাড়ু থেকে রবিবার ছয় তরুণকে গ্রেফতার করেছে। আইএসের প্রতিআনুগত্য প্রকাশ করার পর তারা ভারতের বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা করছিল। এনআইএ কর্মকর্তারা বলেছেন, আটক ব্যক্তিরা তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিস্ফোরক সংগ্রহ করছিল। এর আগে চলতি বছরের মে-জুনে কেরলের ছয় নারী ও তিন শিশুসহ ২১ জন আফগানিস্তান পালিয়ে যায়। এনআইএ’র এক শীর্ষ কর্মকর্তা বলেন, আমরা কিছু বিশ্বাসযোগ্য তথ্য পাই যে, কেরল ও তামিলনাড়ুর কিছু তরুণ দক্ষিণ ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে সন্ত্রাসী কর্মকা- চালানোর পরিকল্পনা করছে। -টাইমস অব ইন্ডিয়া হাঙ্গেরিতে গণভোট ॥ শরণার্থী পুনর্বাসন কোটা প্রত্যাখ্যান ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শরণার্থী পুনর্বাসনে সদস্য দেশগুলোর জন্য বাধ্যতামূলকভাবে যে কোটা নির্ধারণ করেছে হাঙ্গেরির বেশির ভাগ মানুষ তা প্রত্যাখ্যান করেছে। দেশটিতে রবিবার এ বিষয়ে এক গণভোট অনুষ্ঠিত হয়। তবে ৫০ শতাংশের কম লোক গণভোটে ভোট দেয়ায় এ ফল বাতিল করা হয়েছে। খবর আল জাজিরার। ন্যাশনাল ইলেকশন অফিস জানায়, ভোটদানের হার ছিল ৪৩ দশমিক ৯ শতাংশ। গণভোটের বৈধতার জন্য শতকরা ৫০ ভাগ ভোটের প্রয়োজন হয়। তাই এ ফলাফল বৈধ নয়। ৩২ লাখেরও বেশি ভোটারের মধ্যে প্রায় ৯৯ দশমিক ২৫ শতাংশ ভোট গণনা করা হয়েছে। যাতে ৯৮ দশমিক ৩ শতাংশ ভোট সরকারের পক্ষে পড়ে। গণভোটের ফলকে সরকার ব্যাপক বিজয় বলে দাবি করলেও বিশ্লেষকরা একে প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের জন্য অস্বস্তিকর, তবে পুরোপুরি পরাজয় নয় বলে অভিহিত করেছে। গণভোটের ফল বাতিল হয়ে যাওয়ায় শরণার্থী কোটা বাতিল করতে ব্রাসেলসকে রাজি করানো ওরবানের জন্য আরও কঠিন হয়ে যাবে। তবে রবিবার এক বিজয় ভাষণে ওরবান বলেন, ইইউয়ের সিদ্ধান্ত গ্রহণের সময় এই ভোটের ফলাফলকে অবশ্যই মনে রাখতে হবে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ইইউতে যোগ দেয়া বিষয়ে এক গণভোটের ১৩ বছর পর আজ হাঙ্গেরিবাসী ইউরোপীয় কোন ইস্যুতে আবার তাদের সিদ্ধান্ত জানাল।
×