ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাজীপুরে মহাসড়ক অবরোধ

প্রকাশিত: ০৯:০০, ৩ অক্টোবর ২০১৬

গাজীপুরে মহাসড়ক  অবরোধ

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে জানান, গাজীপুরে এইচএসসি পরীক্ষার সৃজনশীল প্রশ্নপত্রে পূর্বের নিয়ম বহাল রাখা এবং সংযোজিত প্রশ্ন বাতিলের দাবিতে রবিবার মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। পুলিশ ও স্থানীয়রা জানায়, গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার ভাওয়াল বদরে আলম সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ও কোনাবাড়ি এমইএইচ আরিফ কলেজসহ কয়েকটি কলেজের কয়েকশ’ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সৃজনশীল প্রশ্নপত্রে পূর্বের নিয়ম বহাল রাখা এবং সংযোজিত প্রশ্ন বাতিলের দাবিতে রবিবার দুপুরে ভাওয়াল বদরে আলম সরকারী কলেজের সামনে মানববন্ধন করে। এক পর্যায়ে শিক্ষার্থীরা মিছিলসহকারে চান্দনা চৌরাস্তা এলাকায় গিয়ে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারী শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়কের ওপর থেকে সরিয়ে দিলে দুপুরে প্রায় দু’ঘণ্টা পর যান চলাচল শুরু হয়। সড়ক অবরোধের কারণে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী ও পথচারীদের দুর্ভোগ পোহাতে হয়।
×