ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বন্দুক যুদ্ধে যুবদল নেতা নিহত হওয়ার ঘটনার নিন্দায় দুদু

প্রকাশিত: ০৮:৫৮, ৩ অক্টোবর ২০১৬

বন্দুক যুদ্ধে যুবদল নেতা নিহত হওয়ার ঘটনার নিন্দায় দুদু

স্টাফ রিপোর্টার ॥ সাভার পৌরসভা যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহআলম নয়ন বন্দুকযুদ্ধে নিহত হওয়ার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। রবিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ নিন্দা জানান। তিনি বলেন, কথিত বন্দুকযুদ্ধে বিরোধীদলীয় নেতাকর্মীদের পৈশাচিকভাবে হত্যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রেওয়াজে পরিণত হয়েছে। অবিলম্বে তা বন্ধ করতে হবে। উল্লেখ্য, শনিবার বন্দুকযুদ্ধে সাভার পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহ আলম নয়ন নিহত হন। দলের নেতা নিহতের ঘটনার নিন্দা জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সংবাদ সম্মেলনে শামসুজ্জামান দুদু বলেন, দেশে এখন গণতন্ত্র এবং আইনের শাসন নেই। এ কারণেই বিনাবিচারে মানুষ হত্যা করা হয়। তিনি বলেন, মৌলিক মানবাধিকার আগেই ভুলুণ্ঠিত হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা ও মানুষের স্বাধীনভাবে কথা বলার অধিকার খর্ব করা হয়েছে। আইন-আদালতও এখন শাসকগোষ্ঠীর নিয়ন্ত্রণে। বর্তমান সরকার দেশে এক শ্বাসরুদ্ধকর অবস্থার সৃষ্টি করেছে। তাই দেশের কোন মানুষই এখন নিরাপদ বোধ করছেন না।
×