ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অতিরিক্ত প্রশ্ন বাতিলে দুই দিনের আল্টিমেটাম

প্রকাশিত: ০৮:৪৭, ৩ অক্টোবর ২০১৬

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অতিরিক্ত প্রশ্ন বাতিলে দুই দিনের আল্টিমেটাম

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অতিরিক্ত একটি প্রশ্ন বাতিল করে পূর্বের মানবণ্টন অনুযায়ী পরীক্ষা নিতে শিক্ষামন্ত্রীকে দুই দিনের আল্টিমেটাম দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলন থেকে তারা এ আল্টিমেটাম দেন। পরীক্ষায় অতিরিক্ত প্রশ্ন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘সাধারণ শিক্ষার্থী’রা। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ঢাকা সরকারী বিজ্ঞান কলেজের শিক্ষার্থী জুবায়েদুল রাইয়ান সাকিব সাংবাদিকদের বলেন, পূর্বের সৃজনশীল প্রশ্নে ছয়টি প্রশ্ন থাকত। সেখান থেকে পাঁচটি প্রশ্নের উত্তর ভালভাবে দিতে পারলেও ছয় নম্বর প্রশ্নের উত্তর যথার্থভাবে দেয়া যেত না। এখানে সময়টা মুখ্য বিষয় নয়, মুখ্য হচ্ছে আমাদের হাতের ওপর যে চাপটা সৃষ্টি হচ্ছে সেটা। যেখানে ছয়টি প্রশ্ন লিখতে গিয়ে আমাদের হাত ব্যথা হয়ে যায়। সেখানে সাতটি প্রশ্নের উত্তর দেয়ার ধৈর্য্য থাকে না। তিনি আরও বলেন, প্রতিটি বিষয়ে অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন চাপিয়ে দেয়া হয়েছে। এই প্রশ্ন যেন অতি দ্রুত প্রত্যাহার করা হয়। আমরা পূর্বের মানবণ্টনে পরীক্ষা দিতে চাই। যেমনটা গত ব্যাচের পরীক্ষার্থীরা দিয়ে গেছে। পূর্বের মানবণ্টন অনুযায়ী পরীক্ষা নেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, আগামী ৪ অক্টোবরের মধ্যে যদি শিক্ষামন্ত্রী এই যৌক্তিক দাবি মেনে না নেন তাহলে আমরা বৃহত্তর কর্মসূচী ঘোষণা করব। গত ১৮ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের নিদের্শনায় ছয়টি প্রশ্নের পরিবর্তে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাতটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। ঢাকা ও ঢাকার বাইরের মোট ৩৫টি কলেজের শিক্ষার্থীরা আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
×