ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খাদ্যবান্ধব কর্মসূচীতে অনিয়ম দুর্নীতি হলে কঠিন শাস্তি ॥ কামরুল

প্রকাশিত: ০৮:১৪, ৩ অক্টোবর ২০১৬

খাদ্যবান্ধব কর্মসূচীতে অনিয়ম দুর্নীতি হলে কঠিন শাস্তি ॥ কামরুল

বিশেষ প্রতিনিধি ॥ ‘খাদ্যবান্ধব’ কর্মসূচীর আওতায় দেশের ৫০ লাখ পরিবারকে ১০ টাকা কেজি দরে চাল বিতরণের তালিকা প্রণয়নে শতভাগ স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ডিলারসহ সরকারী কর্মকর্তা-কর্মচারীদের কোন অনিয়ম বা দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টতা থাকলে তাদের থানায় এবং দুদকে মামলাসহ কঠিন শাস্তি প্রদান করা হবে। রবিবার রাজধানীর খাদ্য ভবনে জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকদের সঙ্গে খাদ্যবান্ধব কর্মসূচীর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা বিষয়ে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। খাদ্যমন্ত্রী বলেন, এটি খাদ্য মন্ত্রণালয়ের একটি নিজস্ব কর্মসূচী; যা স্বয়ং প্রধানমন্ত্রী গত ৭ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলার চিলমারীতে উদ্বোধন করেছেন। এখানে কোন ধরনের অনিয়ম এবং দুর্নীতি চলবে না। তিনি বলেন, তালিকা প্রণয়নের ক্ষেত্রেও শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। কোন অনিয়ম, দুর্নীতি বা রাজনৈতিক বিবেচনায় খাদ্যবান্ধব কর্মসূচীর তালিকা তৈরির কোন অভিযোগ পাওয়া গেলে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে।
×