ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রিমান্ড শেষে বাংলাদেশী বংশোদ্ভূত দুই জার্মান নাগরিককে কারাগারে প্রেরণ

প্রকাশিত: ০৮:০৪, ৩ অক্টোবর ২০১৬

রিমান্ড শেষে বাংলাদেশী বংশোদ্ভূত দুই জার্মান নাগরিককে কারাগারে প্রেরণ

স্টাফ রিপোর্টার ॥ রিমান্ড শেষে বাংলাদেশী বংশোদ্ভূত দুই জার্মান নাগরিককে জেলহাজতে পাঠানো হয়েছে। রবিবার সকালে তাদের ঢাকার একটি আদালতে নেয়া হলে জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে খেলনা পিস্তল ঘোষণা দিয়ে আনা নয়টি পিস্তলসহ এই দুই জার্মান নাগরিক আনিসুল ইসলাম তালুকদার ও মোঃ মনির বেন আলিকে তিন দিনের রিমান্ড শেষে রবিবার আদালতে প্রেরণ করা হয়। এদিকে চাঞ্চল্যকর এ মামলায় তাদের তিন দিন জিজ্ঞাসাবাদ করা হলেও তেমন কোন তথ্য আদায় করতে পারেনি পুলিশ। বিমানবন্দর থানার ওসি নুরে আজম মিয়া জনকণ্ঠকে জানান, জিজ্ঞাসাবাদ করা হলেও তারা সেই প্রথম দিনের মতোই একই অবস্থানে অনড় থাকেন। নতুন কোন তথ্যই মিলেনি। তারা দুজনেই পিস্তলটি খেলনা বলেই দাবি করছে। এখন পিস্তলের প্রকৃত অবস্থাটা নির্ণয় করতে হলে ব্যালেস্টিক পরীক্ষা ছাড়া সম্ভব নয়। এজন্য আদালতে আবেদন করতে হবে। তারপর নিশ্চিত হওয়া যাবে পিস্তলটি আসল নাকি নকল।
×