ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট (সংশোধন) বিল পাস

প্রকাশিত: ০৮:০৩, ৩ অক্টোবর ২০১৬

প্রধানমন্ত্রীর শিক্ষা  সহায়তা ট্রাস্ট  (সংশোধন)  বিল পাস

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট (সংশোধন) বিল-২০১৬ পাস করা হয়েছে। রবিবার রাতে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ সংসদে বিলটি পাসের প্রস্তাব করলে সর্বসম্মতভাবে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলের ওপর বেশ ক’জন সদস্যের আনীত জনমত যাচাই প্রস্তাব ও সংশোধনী প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়। বিলটি পাসের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট আইন-২০১২ এ গবেষণা ও উচ্চশিক্ষা সহায়তার বিষয়টি না থাকায় একটি সমন্বিত বৃত্তি প্রদান নীতিমালা প্রণয়নের জন্য উক্ত আইনে গবেষণা ও উচ্চশিক্ষা সহায়তার বিষয়টি অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এ লক্ষ্যে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বৃত্তি প্রদানের বিষয়টি অন্তর্ভুক্ত করে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট (সংশোধন) আইন-২০১৬ বিল আকারে জাতীয় সংসদে উত্থাপন করা হয়।
×