ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক পুরস্কার লাভ

জয়কে সংবর্ধনা দেয়া হবে ॥ পলক

প্রকাশিত: ০৭:৫২, ৩ অক্টোবর ২০১৬

জয়কে সংবর্ধনা দেয়া হবে ॥ পলক

স্টাফ রিপোর্টার ॥ দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে শীঘ্রই সারাদেশের আরও ১০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে। এ বিষয়ে একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। রবিবার বিকেলে জাতীয় সংসদে শহীদুজ্জামান সরকারের এক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ তথ্য জানান। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইসিটি ফর ডেভেলপমেন্ট পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে সংবর্ধনা জানানো হবে। তথ্য প্রযুক্তিখাতে উন্নয়ন (আইসিটি ফর ডেভেলপমেন্ট) এ্যাওয়ার্ড অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা এবং ছেলে সজীব ওয়াজেদ জয়কে গণসংবর্ধনা দেয়ার হবে বলে সংসদকে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও তার ছেলের এ কৃতিত্ব এবং সাফল্য বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে বিশাল গর্বের। তার এ সম্মান ও পুরস্কার দেশের সর্বস্তরের মানুষের জন্য উৎসর্গ করেছেন। আইসিটি বিভাগ থেকে তাকে সংবর্ধনা জানানো উচিত। অবশ্যই তাকে সংবর্ধনা জানানো হবে, তার এ কৃতিত্বের জন্য। গত ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট এ্যাওয়ার্ড অর্জন করেন। ডিজিটাল বিশ্বের পথে বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়। সরকারী প্রতিষ্ঠানের কাছে ব্যাংকের পাওনা ৮ হাজার কোটি টাকা- অর্থপ্রতিমন্ত্রী ॥ সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বাণিজ্যিক ব্যাংকগুলোর ৮ হাজার ২৮৩ দশমিক ৩৩ কোটি টাকা পাওনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রবিবার বিকেলে জাতীয় সংসদে আ ক ম বাহাউদ্দিনের (নাছিম) এক প্রশ্নের জবাবে অর্থপ্রতিমন্ত্রী এম এ মান্নান একথা জানান। বাংলাদেশ ব্যাংকের (বিবি) রিজার্ভ থেকে চুরি যাওয়া ১৫ দশমিক ২৫ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ ব্যাংকের হিসাবে স্থানান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন অর্থপ্রতিমন্ত্রী। অর্থমন্ত্রী দেশে না থাকায় তার পক্ষে প্রশ্নের জবাবে দেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের আইটি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে ইতোমধ্যে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, বাংলাদেশ ব্যাংকের আইটি গবর্নেন্স ও রিস্ক ম্যানেজমেন্ট স্পেশালিস্ট (আন্তর্জাতিক পরামর্শ) পরিকল্পনা নেয়া হয়েছে। অতি শীঘ্রই পরিচালানা পর্ষদের অনুমোদন নিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। মহিলা আসন-২ বেগম লায়লা আরজুমান বানু এমপির এক প্রশ্নের জবাবে অর্থপ্রতিমন্ত্রী বলেন, গত ৪ ফেব্রুয়ারি মাসে হ্যাকিংয়ের মাধ্যমে ফেডারেল রিজার্ভ ব্যাংক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে পরিচালিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হতে খোয়া যাওয়া অর্থ উদ্ধারে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসহ (বিএফআইইউ) সংশ্লিষ্ট সকল আইন প্রয়োগকারী সংস্থার সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
×