ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পবিত্র আশুরা ১২ অক্টোবর

প্রকাশিত: ০৭:৫১, ৩ অক্টোবর ২০১৬

পবিত্র আশুরা ১২ অক্টোবর

স্টাফ রিপোর্টার ॥ আগামী ১২ অক্টোবর বুধবার পবিত্র আশুরা পালিত হবে। রবিবার ১৪৩৮ হিজরী সালের পবিত্র মহরম মাসের চাঁদ দেখা গেছে। সোমবার থেকে মহরম মাস গণনা শুরু হবে। রবিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে। এতে বলা হয় সভায় ১৪৩৮ হিজরী সনের পবিত্র মহরম মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ হাফিজ উদ্দিন। প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ নুরুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মোঃ সাইদুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সচিব ড. মোঃ আলফাজ হোসেন, বাংলাদেশ টেলিভিশনের অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর আলম, ওয়াক্ফ প্রশাসক ফয়েজ আহমেদ ভূঁইয়া, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক মোঃ আবদুর রহমান, স্পারসোর সিএসও মোঃ শাহ আলম, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মজিবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
×