ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইতিহাস প্রথম পত্র

প্রকাশিত: ০৬:৪০, ৩ অক্টোবর ২০১৬

ইতিহাস প্রথম পত্র

(পূর্ব প্রকাশের পর) ২৫. সুজাউদ্দৌলা কাদের সহযোগিতায় রোহিলা নেতাকে হত্যা করেন? ক) ব্রিটিশ সেনাদের খ) রবার্ট বার্কারের সাহায্যে গ) অযোধ্যা সেনাদের ঘ) ক্লাইভের সহযোগিতায় ২৬. মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে? ক) নবাব সলিমুল্লাহ খ) সৈয়দ আমীর আলী গ) সৈয়দ আহমদ খান ঘ) তিতুমির ২৭. এম. মনসুর আলী কোন জেলার বাসিন্দা ছিলেন? ক) নাটোর খ) পাবনা গ) সিরাজগঞ্জ ঘ) টাঙ্গাইল ২৮. বক্সারের যুদ্ধে ইংরেজ বাহিনীর নেতৃত্ব দেন কে? ক) মেজর মনরো খ) ওয়াটসন গ) মেজর জব চার্নক ঘ) লর্ড ক্লাইভ ২৯. কত সালের আইনানুসারে ব্রিটিশ সরকার ভারতীয়দের কাছে ক্ষমতা হস্তান্তর করেন? ক) ১৯৪৬ খ) ১৯৪৭ গ) ১৯৪৮ ঘ) ১৯৪৯ ৩০. সাইমন কমিশনের সদস্য কতজন? ক) ৪ জন খ) ৫ জন গ) ৬ জন ঘ) ৮ জন ৩১. ওয়েলেসলি কীভাবে অধীনতামুল মিত্রতা নীতি বাস্তবায়ন করেন? ক) ওলন্দাজদের তাড়িয়ে খ) টিপু সুলতানকে তাড়িয়ে গ) ফরাসিদের তাড়িয়ে ঘ) যুদ্ধ করে ৩২. বাংলাদেশে পাকিস্তানী বর্বরতার খবর কে প্রথম বহির্বিশ্বে পৌঁছে দেন? ক) সাইমন ড্রিং খ) জর্জ হ্যারিসন গ) রবি শংকর ঘ) এ্যালেন গিনেসবার্গ ৩৩. ১৭৬৫ খ্রিস্টাব্দের কত তারিখে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিউয়ানি সনদ লাভ করে? ক) ২৩ জুন খ) ১০ জুলাই গ) ১২ আগস্ট ঘ) ৩ সেপ্টেম্বর ৩৪. বহির্বিশ্বে প্রথম বাংলাদেশ মিশন কোথায় স্থাপিত হয়? ক) ভারতে খ) ইরানে গ) ইংল্যান্ডে ঘ) রাশিয়ায় ৩৫. দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা ছিলেন- ক) মোহাম্মদ আলী জিন্নাহ খ) এ. কে ফজলুল হক গ) সর্দার বল্লভ ভাই প্যাটেল ঘ) মওলানা আবুল কালাম আজাদ ৩৬. পলাশী যুদ্ধ হয় কত সালে? ক) ১৭৫৫ খ) ১৭৫৬ গ) ১৭৫৭ ঘ) ১৭৫৮ ৩৭. সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কত সালে গঠিত হয়? ক) ১৯৫২ খ) ১৯৫৩ গ) ১৯৫৪ ঘ) ১৯৫৫ ৩৮. কোন চুক্তির মাধ্যমে তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের সমাপ্তি হয়? ক) ব্যাঙ্গালোর চুক্তির খ) শ্রীরঙ্গপট্টম চুক্তির গ) কাশিমবাজার চুক্তির ঘ) অযোধ্যা চুক্তির ৩৯. সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় কবে? ক) ১৯৯১ সালে খ) ১৯৯৩ সালে গ) ১৯৯৪ সালে ঘ) ১৯৯৭ সালে ৪০. কোন অঞ্চলকে কেন্দ্র করে পাক-ভারত যুদ্ধ সংঘটিত হয়? ক) কাশ্মীর খ) পাঞ্জাব গ) বেলুচিস্তান ঘ) মুর্শিদাবাদ ৪১. ১৯৬৯ সালের ১১ দফা কর্মসূচীর মূল তাৎপর্য হলো- র. শিক্ষার সুযোগ-সুবিধা বৃদ্ধি রর. নিরপেক্ষ পররাষ্ট্রনীতি ররর. কৃষকের সুযোগ -সুবিধা সৃদ্ধি নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৪২. বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ? ক) আমেরিকা খ) ভুটান গ) ভারত ঘ) ব্রিটেন ৪৩. বাঙালীর জন্য ১১ দফা দাবি ছিল- ক) স্বাধীনতার দাবি খ) স্বায়ত্তশাসনের দাবি গ) ভাষার দাবি ঘ) মৌলিক অধিকারের দাবি ৪৪. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য রাষ্ট্রের সংখ্যা কত? ক) ১০ খ) ১২ গ) ১৫ ঘ) ১৭ ৪৫. কলকাতার মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? ক) ১৮৩৫ খ) ১৮৭৭ গ) ১৮৭৮ ঘ) ১৮৮৯ ৪৬. বহির্বিশ্বে বাংলাদেশ মিশনগুলো যেভাবে মুক্তিযুদ্ধের সমর্থন আদায় করেছে তা হলো- র. মিছিল ও সমাবেশ রর. অনুষ্ঠান ররর. অস্ত্রের মাধ্যমে নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও রর গ) রর ঘ) ররর ৪৭. বঙ্গবন্ধু কত তারিখে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দেন? ক) ২৫ মার্চ খ) ২৬ মার্চ গ) ২৭ মার্চ ঘ) ২৯ মার্চ ৪৮. মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো- র. ব্রিটিশের প্রতি ভারতীয়দের আনুগত্য সৃষ্টি রর. রাজনৈতিক অধিকার সচেতন ররর. সব সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও : মি. এস আলমকে দক্ষিণাঞ্চলের প্রদেশে মুখ্যমন্ত্রী হিসেবে প্রেরণ কর হয়েছে। ক্ষমতার লাভ করেই তিনি স্বেচ্ছাচারী হয়ে উঠেন এবং রাষ্ট্রের নীতিবিরোধী কাজে লিপ্ত হয়। ফলে রাষ্ট্র জুড়ে তার বিরুদ্ধে অসন্তোষ ছড়িয়ে পড়ে। এরই প্রেক্ষিতে রাষ্ট্রের পার্লামেন্টে মি. এস আলমের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস করা হয় এবং তাকে প্রত্যাহার করে নেয়া হয়। ৪৯. ১৯৬৯ সালে ১১ দফাগুলো হলো- র. শিক্ষার সুযোগ-সুবিধা বৃদ্ধি রর. প্রাপ্তবয়স্কদের ভোটে প্রত্যক্ষ নির্বাচন ররর. আগরতলা মামলায় আটক আসামিদের মুক্তি নিচের কোনটি সঠিক? ক) ওয়ারেন হেস্টিংস খ) লর্ড ওয়েলেসলি গ) উইলিয়াম বেন্টিঙ্ক ঘ) লর্ড ডালহৌসী ৫০. ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর সঠিক উত্তর : ২৫. (ক) ২৬. (ক) ২৭. (গ) ২৮. (ক) ২৯. (খ) ৩০. (ঘ) ৩১. (গ) ৩২. (ক) ৩৩. (গ) ৩৪. (ক) ৩৫. (ক) ৩৬. (গ) ৩৭. (ক) ৩৮. (খ) ৩৯. (ক) ৪০. (ক) ৪১. (ঘ) ৪২. (গ) ৪৩. (খ) ৪৪. (ক) ৪৫. (ক) ৪৬. (খ) ৪৭. (খ) ৪৮. (ঘ) ৪৯. (ঘ) ৫০. (খ)
×