ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৪০, ৩ অক্টোবর ২০১৬

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ১৫. আয়াতিরিক্ত ব্যয় আর্থিক অবস্থার বিবরণীতে কোথায় দেখানো হয়? ক) আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পার্শ্বে খ) অনুদানের সাথে যোগ করে গ) প্রারম্ভিক মূলধন তহবিলের সাথে যোগ করে ঘ) প্রারম্ভিক মূলধন তহবিল থেকে বিয়োগ করে ১৬. যারা শেয়ার ক্রয় করে তারা কোম্পানির - র. মালিক রর. শেয়ারহোল্ডার ররর. মূলধনের যোগানদাতা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৭. অংশীদারি ব্যবসায় অনিবন্ধিত থাকার ফলাফল- র. ১০০ টাকার অধিক পাওনা আদায়ের জন্য মামলা করতে পারে না রর. তৃতীয়পক্ষ অধিকার আদায়ের জন্য মামলা করতে পারে ররর. ১০০ টাকার অধিক পাওনা আদাযের জন্য তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা করতে পারবে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) র র ও ররর ঘ) র, রর ও ররর ১৮. মোট লাভ অনুপাত বেশি হলে ব্যবসায়ের কী হয়? ক) মুনাফা অর্জন ক্ষমতা কমে যায় খ) মুনাফা অর্জন ক্ষমতা বেড়ে যায় গ) সম্পত্তির পরিমাণ কমে যায় ঘ) বিক্রয়ের পরিমাণ বেড়ে যায় ১৯. আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য হিসাব থেকে বাদ দেয়া হয় র. কু-ঋণ রর. কু-ঋণ সঞ্চিতি ররর. প্রাপ্য হিসাব বাট্টা সঞ্চিতি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২০. যে কারণে প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় হ্রাস ও মুনাফা বৃদ্ধি পায় র. সঠিক পরিকল্পনা রর. মালের রক্ষণাবেক্ষণ ররর. মালের হিসাব নিকাশ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২১. জামশেদ খান তার ব্যবস্থাপকদের বিক্রয় বাজেট প্রণয়নের নির্দেশ দেন। এক্ষেত্রে ব্যবস্থাপক জহির চৌধুরী বিক্রয় বাজেট প্রণয়নের পূর্বে কোনটি সম্পর্কে অবহিত হতে হয়? ক) সরকারের নীতিমালা খ) উৎপাদন ক্ষমতা গ) শ্রম ব্যবস্থা ঘ) আর্থিক ক্ষমতা ২২. অতীত বিক্রয় সম্বন্ধে গুরুত্বের সঙ্গে বিশ্লেষনের প্রয়োজন হয়- র. প্রতিষ্ঠানের বিক্রয়ের উন্নতির ধারা রর. প্রতিষ্ঠানের যে শিল্পের অন্তর্গত সেই শিল্পের ররর. বিক্রয়ের ঋতুগত পরিবর্তনের গতি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৩. যেসব শ্রমিক উৎপাদনের সাথে সরাসরি জড়িত তাদের মজুরিকে কোন মজুরি বলে? ক) প্রত্যক্ষ মজুরি খ) পরোক্ষ মজুরি গ) নিট মজুরি ঘ) প্রাপ্য মজুরি ২৪. নিচের কোনটির মাধ্যমে মোট লাভ নির্ণীত হয়? ক) বিক্রিত পণ্যের চেয়ে মোট আয় বেশি হলে খ) বিক্রিত পণ্যের ব্যয়ের চেয়ে বিক্রয় বেশি হলে গ) বিক্রয়ের চেয়ে বিক্রিত পণ্যের ব্যয় বেশি হলে ঘ) মোট আয়ের চেয়ে বিক্রিত পণ্যের ব্যয় বেশি হলে ২৫. কোনটি অর্থায়ন কার্যাবলিতে নগদ অর্থের নির্গমন ঘটায়? ক) ঋণকৃত অর্থ পরিশোধ খ) শেয়ার বিক্রয়লব্ধ অর্থ গ) দীর্ঘমেয়াদি ঋণপত্র ইস্যু ঘ) সবগুলোই ২৬. কোম্পানি গঠনের উদ্দেশ্যে যে কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় উদ্যোগ গ্রহণ করে তাদেরকে বলে - ক) পরিচালক খ) ব্যবস্থাপক গ) প্রবর্তক ঘ) শেয়ার মালিক ২৭. অব্যবসায়ী প্রতিষ্ঠান নিম্নের কোনটি প্রস্তুত করে না? ক) নগদান হিসাব খ) আয়-ব্যয় বিবরণী গ) প্রাপ্তি-প্রদান হিসাব ঘ) লাভ-ক্ষতি হিসাব ২৮. প্রত্যেকটি উৎপাদিত পণ্যের জন্য আলাদাভাবে চিহ্নিত করা যায় না যে ব্যয় তাকে কী বলে? ক) প্রত্যক্ষ ব্যয় খ) পরোক্ষ ব্যয় গ) কারখানা ব্যয় ঘ) উৎপাদন ব্যয় ২৯. বৃত্তি তহবিলে দেখানো হয়- র. আয়-ব্যয় বিবরণীতে রর. আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পার্শ্বে ররর. আর্থিক অবস্থার বিবরণীর দায় পার্শ্বে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩০. যেকোনো উৎস হতে প্রতিষ্ঠানে নগদ অর্থের আগমন ঘটাকে বলা হয় - ক) নগদ বহিঃপ্রকাশ খ) নগদ আন্তঃপ্রবাহ গ) নিট মুনাফা ঘ) পরিচালন ব্যয় ৩১. প্রতি একক স্থায়ী ব্যয় কত? ক) ৩ টাকা খ) ৮ টাকা গ) ১০ টাকা ঘ) ১৩ টাকা ৩২. প্রত্যক্ষ শ্রম ব্যয়ের অন্যতম বৈশিষ্ট্য হলো - র. এ ব্যয় উৎপাদিত পণ্যের দ্বিতীয় প্রধান উপাদান রর. এটি মুখ্য ব্যয়ের অংশ ররর. এ ব্যয় ছাড়া পণ্য তৈরি করা সম্ভব নয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৩. কোন বাজেটকে বাজেটীয় নিয়ন্ত্রণ পদ্ধতিতে প্রথম বাজেট হিসেবে চিহ্নিত করা হয়? ক) উৎপাদন বাজেটকে খ) বিক্রয় বাজেটকে গ) ক্রয় বাজেটকে ঘ) কাঁচামাল ক্রয় বাজেটকে ৩৪. অব্যবসায়ী প্রতিষ্ঠান কী? ক) যেসব প্রতিষ্ঠানের ব্যবসা-বাণিজ্য করে না খ) যেসব প্রতিষ্ঠান পণ্যদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে লিপ্ত থাকে না গ) যেসব প্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্য করে না কিন্তু সমাজের উন্নয়নমূলক কাজে ব্যস্ত থাকে ঘ) যেসব প্রতিষ্ঠান সেবা প্রদান করে মুনাফা অর্জন করে ৩৫. অধিহারে শেয়ার ইস্যু কোম্পানির জন্য একটি - ক) মূলধনজাতীয় আয় খ) মুনাফাজাতীয় আয় গ) মূলধনজাতীয় ব্যয় ঘ) মুনাফাজাতীয় ব্যয় ৩৬. বাট্টার সুযোগ গ্রহণ কার উপর নির্ভরশীল? ক) ক্রেতা খ) বিক্রেতা গ) সরবরাহকারী ঘ) পাওনাদার ৩৭. বিনিয়োগ কার্যক্রমের নগদ প্রবাহের উদাহরণ কোনটি? ক) যন্ত্রপাতি ক্রয় বাবদ নগদ পরিশোধ খ) ঋণপত্র ক্রয় বাবদ নগদ পরিশোধ গ) শেয়ার বিক্রয় হতে নগদ প্রাপ্তি ঘ) বীমা দাবির বিপরীতে নগদ প্রাপ্তি ৩৮. বিগত ও পরবর্তী বছরের আয় ও ব্যয় কোনটিতে দেখানো হয় না? ক) রাজস্ব হিসাবে খ) মূলধন হিসাবে গ) আয়-ব্যয় হিসাবে ঘ) প্রাপ্তি ও প্রদান হিসাবে ৩৯. শেয়ার আবেদনের টাকা মূলধন হিসাবে স্থানান্তরের জন্য জাবেদা দাখিলা কোনটি? ক) ব্যাংক হিসাব ডে., শেয়ার আবেদন হিসাব ক্রে. খ) শেয়ার মূলধন হিসাব ডে., শেয়ার আবেদন হিসাব ক্রে. গ) শেয়ার আবেদন হিসা ডে., শেয়ার মূলধন হিসাব ক্রে. ঘ) ব্যাংক হিসাব ডে., শেয়ার মূলধন হিসাব ক্রে. ৪০. যে সকল শ্রমিক সরাসরি পণ্য উৎপাদন না করে উৎপাদনে সহায়তা করে তাদের মজুরিকে কী বলে? ক) প্রত্যক্ষ শ্রম ব্যয় খ) পরোক্ষ শ্রম ব্যয় গ) মুখ্য মজুরি ঘ) কারখানা ব্যয় ৪১. ক্রয়ের পরিমাণ নির্ণয়ে বিক্রীত পণ্যের ব্যয়ের সাথে কোনটি যোগ করতে হয়? ক) প্রারম্ভিক মজুদ পণ্য খ) নিট মুনাফা গ) অবচয় খরচ ঘ) সমাপনী মজুদ পণ্য ৪২. আগে আসলে আগে যাবে পদ্ধতিতে গুদামে যে দরের মাল আগে আসে সেই দরের মাল কী করা হয়? ক) আগে ইস্যু খ) পরে ইস্যু গ) পরে ক্রয় ঘ) আগে ক্রয় ৪৩. কোন ব্যয়সমূহ উৎপাদনের পরিমাণের সাথে পরিবর্তিত হয়? ক) স্থির ব্যয় খ) পরিবর্তনশীল ব্যয় গ) আধা পরিবর্তনশীল ব্যয় ঘ) অপরিচ্ছন্ন ব্যয় ৪৪. শেয়ার ইস্যুর জন্য কোনটির প্রয়োজন হয় না? ক) আমানত খ) অগ্রিম চুক্তি গ) জামানত ঘ) কোনটিই নয় ৪৫. বিক্রিত পণ্যের ব্যয় বিবরণীতে অন্তর্ভুক্ত থাকে - র. মুখ্য ব্যয় রর. প্রশাসনিক ব্যয় ররর. কারখানা উপরিব্যয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪৬. বকেয়া ও অনগদ লেনদেন লিপিবদ্ধ হয় না - র. প্রাপ্তি-প্রদান হিসাবে রর. আয়-ব্যয় বিবরণীতে ররর. আর্থিক অবস্থার বিবরণীতে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) রর ও ররর ৪৭. অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের উৎস হলো - র. সদস্যদের চাঁদা রর. দান বা অনুদান ররর. পণ্য বিক্রয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪৮. একটি পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কোন বিবরণীটি বাধ্যতামূলক নয়? ক) আর্থিক অবস্থার বিবরণী খ) মূল্য সংযোজন বিবরণী গ) বিশদ আয় বিবরণী ঘ) মালিকানাস্বত্ব বিবরণী উদ্দীপকটি পড়ো এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: মি. মনির মহিলা কর‌্যাণ সমিতির একজন হিসাবরক্ষক। তিনি তার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানার জন্য একটি হিসাব প্রস্তুত করেন। তিনি এ হিসাবে সকল প্রকার নগদ প্রাপ্তি ও প্রদান লিপিবদ্ধ করেন। তিনি নির্দিষ্ট সময় শেষে উক্ত হিসাবটি তেকে উদ্বৃত্ত নির্ণয় করেন। ৪৯. 'মামুন ব্রাদার্সের' ২০১৩ মালের বন্টনযোগ্য মুনাফা দাঁড়ায় ৫,৬০০ টাকা। এটি ২ : ৩ অনুপাতে ভাগ করা হবে। এক্ষেত্রে ২/৫ অংমের টাকার পরিমাণ নির্ণয় করো। ক) ৩২৫০ টাকা খ) ২,৭৫০ টাকা গ) ২,২৪০ টাকা ঘ) ১,৯৮০ টাকা ৫০. মজুদ আবর্তন অনুপাতের আদর্শ মান হচ্ছে - ক) ৬ বার খ) ৭ বার গ) ৮ বার ঘ) ৯ বার সঠিক উত্তর: ১. (গ) ২. (গ) ৩. (খ) ৪. (গ) ৫. (ঘ) ৬. (ক) ৭. (গ) ৮. (গ) ৯. (গ) ১০. (ক) ১১. (ঘ) ১২. (গ) ১৩. (খ) ১৪. (গ) ১৫. (ঘ) ১৬. (ঘ) ১৭. (ক) ১৮. (খ) ১৯. (ঘ) ২০. (ঘ) ২১. (খ) ২২. (ঘ) ২৩. (ক) ২৪. (খ) ২৫. (ক) ২৬. (গ) ২৭. (ঘ) ২৮. (খ) ২৯. (ঘ) ৩০. (খ) ৩১. (ক) ৩২. (ঘ) ৩৩. (খ) ৩৪. (গ) ৩৫. (ক) ৩৬. (ক) ৩৭. (খ) ৩৮. (গ) ৩৯. (গ) ৪০. (খ) ৪১. (ক) ৪২. (ক) ৪৩. (খ) ৪৪. (গ) ৪৫. (গ) ৪৬. (ক) ৪৭. (ক) ৪৮. (খ) ৪৯. (গ) ৫০. (গ)
×