ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খোকন তালুকদার

ট্রাফিক জ্যামে যা করবেন

প্রকাশিত: ০৬:৩৬, ৩ অক্টোবর ২০১৬

ট্রাফিক জ্যামে যা করবেন

ট্রাফিক জ্যাম আমাদের কাছে একটি নিত্য ব্যাপার। যারা ঢাকায় বসবাস করেন তাদের নিত্যদিনের সঙ্গী এই ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যামে পরে আমাদের অনেক মূল্যবান সময় নষ্ট হয়ে যায়। অনেকে কর্মস্থলে পৌঁছতে পারেন না ঠিকমতো। আর গরমকাল হলে তো কথাই নেই। জ্যামে পরে থাকার সময়টাকে মনে হয় জীবনের সব চেয়ে কষ্টকর, বিরক্তিকর একটা সময়। অসহায়ের মতো জ্যামে পরে থাকতে হয়। আমাদের কিছুই করার থাকে না। আর তাই এর প্রভাব পরে আমাদের কর্মে ও আচরণে। অনেকে কর্মস্থলে পৌঁছতে পারলেও কাজে মন বসাতে সময় লাগে। অনেকের আচরণ অস্বাভাবিক হয়ে যায়। অথচ জ্যামে পরার সময় কিছু বিষয় মাথায় রাখলে এই দুর্বিষহ সময়টা কাটতে পারে অন্যভাবে। তাই ট্রাফিক জ্যামে পরলে আপনি যা যা করতে পারেন- গান শুনতে পারেন যেহেতু আপনাকে প্রতিনিয়ত ট্রাফিক জ্যামে পরতে হয় তাই পছন্দের বেশকিছু গান রাখতে পারেন আপনার ফোনে। ট্রাফিক জ্যামে পরার সময় কানে হেড ফোন লাগিয়ে গান শুনতে থাকুন। দেখবেন বিরক্তিকর ভাবটা চলে যাবে। সঙ্গীত হয়তো কিছু সময়ের জন্য অন্য জগতে নিয়ে যাবে। বই পড়ে দেখুন তো বই পড়ে নাকি অনেকের ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়। এমনও মানুষ আছে যা খাওয়া-দাওয়া বাদ দিয়ে, না ঘুমিয়ে আগে বইটা পড়া শেষ করে। তাই আপনার সঙ্গে পছন্দের দুই একটা বই অথবা ম্যাগাজিন সব সময় রাখতে পারেন। জ্যামে পরার সময় বই অথবা ম্যাগাজিন পড়ায় মনোনিবেশ করলে অস্থির ভাবটা দূর হয়ে যাবে আপনার অজান্তেই। পত্রিকা পড়ুন চলার পথে আপনার সঙ্গে একটি পত্রিকা রাখতে পারেন। জ্যামে আটকের থাকার সময় চোখ বুলিয়ে সময় কাটাতে পারেন। পরবর্তীতে পত্রিকা পড়ার জন্য আপনাকে আলাদা সময় বের করতে হবে না। মুুভি অথবা নাটক দেখুন যদি জ্যাম দীর্ঘস্থায়ী হয় তাহলে আপনার পছন্দের মুভি অথবা নাটক দেখতে পারেন বসে বসে। তবে এক্ষেত্রে কমেডিয়ান মুভি অথবা নাটকগুলো রাখতে পারেন। ইংরেজী শিখতে পারেন ভাল চাকরির জন্য আজকাল ইংরেজীর বিকল্প নেই। সব কর্মক্ষেত্রেই ইংরেজী জানা ব্যক্তির প্রাধান্য বেশি। শুধু তাই নয় জীবনে কিছু ভাল সাহিত্য পড়ার জন্য আপনাকে অবশ্যই ইংরেজী জানতে হবে। আপনি হয়ত কাজের চাপে আলাদা সময় দিতে পারছেন না। ভেবে দেখুন না, ট্রাফিক জ্যামে আপনার কতগুলো মূল্যবান সময় চলে যাচ্ছে। এ সময়টা নষ্ট না করে, বসে বসে ইংরেজী বই অথবা পত্রিকা পড়ুন। যেহেতু ট্রাফিক জ্যামে পরলে আমাদের কিছুই করার থাকে না তাই অস্থির না হয়ে স্বাভাবিকভাবে বসে থাকুন। এতে আপনার কর্মে ও আচরণে নেতিবাচক প্রভাব পরবে না।
×