ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আল আমিন ইন তাইজুল আউট

প্রকাশিত: ০৬:১৬, ৩ অক্টোবর ২০১৬

আল আমিন ইন তাইজুল আউট

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৪ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। দলে আবার ঢুকেছেন পেসার আল আমিন হোসেন। দল থেকে ছিটকে পড়েছেন স্পিনার তাইজুল ইসলাম। এছাড়া আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে দলের সবাই আছেন। দ্বিতীয় ওয়ানডে শেষেই তৃতীয় ওয়ানডের জন্য দল ঘোষণা করা হবে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও প্রথম দুই ওয়ানডের জন্য আগে দল ঘোষণা করা হয়েছিল। সেই দলেও ১৪ ক্রিকেটার ছিলেন। তবে সেই দলে জায়গা হয়নি পেসার আল আমিনের। এমনকি আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে এক পেসারকে বদলে স্পিনার ঢোকানো হয়েছিল। তাতেও আল আমিনের সুযোগ ধরা দেয়নি। অবশেষে সেই সুযোগ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে মিলে গেছে। আফগানদের বিপক্ষে তৃতীয় ওয়ানডের দল ঘোষণায় দেখা গেছে একজনকে দল থেকে ছেঁটে ফেলা হয়েছে। তিনি পেসার রুবেল হোসেন। তার পরিবর্তে সাড়ে আট বছর পর ওয়ানডে দলে সুযোগ পেয়ে একাদশেও খেলেন মোশাররফ হোসেন রুবেল। দুর্দান্ত বোলিংও করেন। স্পিনার তাইজুল ইসলামকে বসিয়ে রেখে একাদশে মোশাররফকে সুযোগ করে দেয়া হয়। সেই সুযোগে ৩ উইকেট নিয়ে যোগ্যতার প্রমাণও দেন মোশাররফ। তাতেই তার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দলে থাকা নিশ্চিত হয়ে যায়। এজন্য শুধু আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডের একাদশ থেকেই নয়, ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল থেকেও বাদ দেয়া হয়েছে তাইজুলকে। এবার এক পেসার দলে নেয়া হয়েছে। তিনি আল আমিন। আফগানিস্তানের বিপক্ষে দল ঘোষণার সময়ই আল আমিনকে নিয়ে নির্বাচকদের বিপাকে পড়তে হয়েছে। দুর্দান্ত ফর্ম আল আমিনের। ঢাকা লীগে সেরাদের কাতারে ছিলেন তিনি। অথচ কেন আল আমিনকে ১৪ জনের দলেও রাখা হয়নি? প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু আল আমিন ও শফিউলের মধ্যে পার্থক্য বুঝিয়ে দেন। আল আমিনকে সরিয়ে যে কেন শফিউল ইসলামকে নেয়া হয়েছে, সেটি বোঝান। তাতে করে আল আমিনের ফিটনেস সমস্যার বিষয়টিই সবার সামনে ধরা দেয়। সেই ফিটনেস এখন তাহলে ঠিক হয়ে গেল! যাই হোক, শেষ পর্যন্ত আল আমিন দলে স্থান করে নিয়েছেন। তাকে স্থান দিতে গিয়ে বাদ দিতে হয়েছে তাইজুলকে। বাংলাদেশ দল ॥ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহঅধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মুশফিকুর রহীম, সাব্বির রহমান রুম্মন, শফিউল ইসলাম, মোশাররফ হোসেন রুবেল, আল আমিন হোসেন ও তাসকিন আহমেদ।
×