ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এ্যাটলেটিকোর জয়রথ সচল

প্রকাশিত: ০৬:১৬, ৩ অক্টোবর ২০১৬

এ্যাটলেটিকোর জয়রথ সচল

স্পোর্টস রিপোর্টার ॥ জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে এ্যাটলেটিকো মাদ্রিদ। রবিবার তারা ২-০ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়াকে। এই জয়ের ফলে অল্প সময়ের জন্য হলেও স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে দিয়েগো সিমিওনির দল। রবিবার ভ্যালেন্সিয়ার মাঠে আতিথ্য পায় এ্যাটলেটিকো মাদ্রিদ। তবে প্রথমার্ধে দুইদলই হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে যায়। যে কারণে কোন দলই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধেই জ্বলে ওঠে সফরকারীরা। ম্যাচের ৬৩ মিনিটে দুর্দান্ত এক গোল করে এ্যাটলেটিকো মাদ্রিদকে প্রথম এগিয়ে দেন এ্যান্তনিও গ্রিজম্যান। আর ম্যাচের অতিরিক্ত সময়ে ব্যবধান দ্বিগুণ করেন গামেইরো। এর ফলে ২-০ গোলের অনায়াস জয় নিয়েই মাঠ ছাড়ে এ্যাটলেটিকো মাদ্রিদ। তবে এ্যাটলেটিকো মাদ্রিদ জয় পেলেও এই ম্যাচের মূল নায়ক ভ্যালেন্সিয়ার গোলরক্ষক দিয়েগো আলভেস। কেননা এদিন যে এ্যাটলেটিকো মাদ্রিদের দুটি পেনাল্টি শট রুখে দেন তিনি! গত সপ্তাহেই ১৭তম পেনাল্টি শট রুখে দিয়ে লা লিগায় নতুন ইতিহাস গড়েন দিয়েগো আলভেস। যা দীর্ঘদিন ধরেই নিজের করে রেখেছিলেন এ্যান্দোনি জুবিজারেতা। রবিবার এ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের ৪৪ মিনিটে ১৮তম পেনাল্টি সেভ করেন আলভেস। এবার রুখে দেন দুর্দান্ত ফর্মে থাকা এ্যাটলেটিকো মাদ্রিদের ফরাসী তারকা এ্যান্তনিও গ্রিজম্যানের শটকে। এর ফলে এ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে শেষ তিনটি পেনাল্টি মিস করলেন গ্রিজম্যান। যা খুবই হতাশার। আর ম্যাচের বয়স যখন ৭৩ মিনিট তখন আলভেস রুখে দেন গ্যাবির পেনাল্টি শটও। তবে দুর্ভাগ্য ভ্যালেন্সিয়ার এই পেনাল্টি বিশেষজ্ঞ আলভেসের! কেননা এ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে বীরোচিত পারফর্মেন্সের পরও যে তার সঙ্গী হলো পরাজয়। যা মোটেই মেনে নিতে পারছেন না তিনি। সেভিয়ার বিপক্ষে এই জয়ের ফলে লীগ টেবিলের শীর্ষস্থানটাও দখল করে নিয়েছে এ্যাটলেটিকো মাদ্রিদ। মৌসুমের প্রথম ৭ ম্যাচ থেকে ৪ জয় ও ৩ ড্রয়ে তাদের সংগ্রহে ১৫ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচ থেকে সেভিয়ার সংগ্রহ ১৪ পয়েন্ট। অবস্থান তৃতীয়। রবিবার পর্যন্ত পয়েন্ট টেবিলের দুইয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ আর চারে তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনা। উভয়দলই ১টি করে ম্যাচ কম খেলেছে।
×