ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চীনা ওপেনে রাদওয়ানাস্কা-ভিঞ্চির জয়

প্রকাশিত: ০৬:১৬, ৩ অক্টোবর ২০১৬

চীনা ওপেনে রাদওয়ানাস্কা-ভিঞ্চির জয়

স্পোর্টস রিপোর্টার ॥ চীনা ওপেনে জয় দিয়ে যাত্রা শুরু করেছেন এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানাস্কা, জোহানা কন্টে, মেডিসন কেইস এবং রবার্তা ভিঞ্চির মতো তারকারা। তবে প্রথম পর্ব থেকেই ছিটকে পড়লেন সার্বিয়ার জেলেনা জাঙ্কোভিচ, স্পেনের কার্লা সুয়ারেজ নাভারো এবং পুয়ের্তো রিকোর মনিকা পুইগ। আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হবে ডব্লিউটিএ ফাইনালস। তার আগেই চীনা ওপেনে লড়াইয়ে নামছেন টেনিস তারকারা। রবিবার টুর্নামেন্টের প্রথম রাউন্ডেই জয়ের দেখা পেয়েছেন পোল্যান্ডের এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানাস্কা। টুর্নামেন্টের তৃতীয় বাছাই এদিন স্বাগতিক ওয়েং কিয়াংকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডের টিকেট নিশ্চিত করেন। তৃতীয় বাছাই রাদওয়ানাস্কা এদিন ৬-২ এবং ৬-২ সেটে হারান কিয়াংকে। এর ফলে ডব্লিউটিএ ফাইনালসে খেলার যোগ্যতা অর্জনের আরও কাছাকাছি চলে গেলেন তিনি। সেজন্য তার প্রয়োজন আরও দুটি জয়। রাদওয়ানাস্কার মতো মৌসুমের বড় এই টুর্নামেন্টে খেলতে মরিয়া গ্রেট ব্রিটেনের জোহানা কন্টে এবং আমেরিকার মেডিসন কেইসও। উভয়ই রবিবার চীনা ওপেনের প্রথম পর্বের বাধা পেরিয়েছেন। ১১তম বাছাই জোহানা কন্টে এদিন ৬-১ এবং ৬-১ সেটে পরাজিত করেছেন লাটভিয়ার এ্যানাস্তাসিজা সেভাস্তোভাকে। অষ্টম বাছাই মেডিসন কেইস কষ্টার্জিত জয় তুলে নিয়েছেন আরেক স্বাগতিক দুয়ান ইং ইংয়ের বিপক্ষে। তবে চীনা ওপেনের প্রথম পর্ব থেকেই হেরে ভক্ত-অনুরাগীদের হতাশ করেছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা জেলেনা জাঙ্কোভিচ এবং স্পেনের কার্লা সুয়ারেজ নাভারো। সার্বিয়ার জাঙ্কোভিচকে পরাজিত করেছেন ফ্রান্সের ক্রিস্টিনা মাদেনোভিচ। এদিন তিনি ৬-৩, ৫-৭ এবং ৭-৬ (৭/৪) সেটে পরাজিত করেন জাঙ্কোভিচকে।
×