ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইডেন জয়ের পথে এগিয়ে ভারত

প্রকাশিত: ০৬:১৬, ৩ অক্টোবর ২০১৬

ইডেন জয়ের পথে এগিয়ে ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ দ্বিতীয় ইনিংসে ২২৭ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে বসেছে ভারত। ইডেন টেস্টে জয়ের পথে তবু অনেকদূর এগিয়ে বিরাট কোহলির দল। প্রথম ইনিংসে তিন শতাধিক (৩১৬/১০) রানের স্কোর, এরপর ভুবনেশ্বর কুমারের (৫/৪৮) দুর্ধর্ষ বোলিংয়ে নিউজিল্যান্ডের ভেঙ্গে পড়া (২০৪/১০) তাদের চালকের আসনে বাসিয়েছে। রবিবারের ওই ব্যাটিং-বিপর্যয় সত্ত্বেও ৩৩৯ রানের লিড নিয়ে শক্ত অবস্থানে স্বাগতিকরা। প্রথম ইনিংসে চমৎকার হাফ সেঞ্চুরি (৫৪*) হাঁকানো ঋদ্ধিমান সাহা অপরাজিত আছেন ৩৯ রান করে। ৮ রানে তার সঙ্গী ভুবনেশ্বর। গত ৫৪ বছরে ইডেনে চতুর্থ ইনিংসে আড়াই শ’র ওপরে রান তাড়া করে জয়ের নজির নেই, সুতরাং ম্যাচের ফল অনুমেয়! বৃষ্টি বা ব্যতিক্রম কিছু না ঘটলে ম্যাচ ও সিরিজ দুটোতেই জয়ের সুবাস পাচ্ছে ভারত। ৭ উইকেটে ১২৮ রান নিয়ে দিন শুরু করা নিউজিল্যান্ড কাল দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ২০৪ রানে। সকালে সফরকারীদের আয়ু ছিল ১৬ ওভার। বাকি ৩ উইকেট হারিয়ে আরও ৭৬ রান যোগ করে তারা। নয় নম্বরে নেমে জিতেন প্যাটেল করেন ৪৭ রান। কিউদের হয়ে যা ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস! অশ্বিন ৫ ও মোহাম্মদ শামি নিয়েছেন ৩ উইকেট। ১১২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে নামে ভারত। কিন্তু এদিন তাদের শুরুটা মোটেই ভাল হয়নি। ৪৩ রানে টপ-অর্ডারের চার ব্যাটসম্যানকে হারিয়ে রীতিমতো ধুঁকতে থাকে স্বাগতিকরা। ব্যক্তিগত স্কোরটাকে বড় করতে পারেননি শিখর ধাওয়ান (১৭), অপর ওপেনার মুরলি বিজয়ও ব্যর্থ (৭)। কিউই পেস তা-বের মুখে আগের ইনিংসে দুর্দান্ত ব্যাট করা অজিঙ্কা রাহানে (১) ও চেতেশ্বর পূজারাও (৪) সুবিধা করতে পারেননি। বিপদের মাঝে রুখে দাঁড়ানো রোহিত শর্মাকে সঙ্গ দিতে পারেননি ইদানীং ব্যাটসম্যান হয়ে ওঠা রবিচন্দ্রন অশ্বিন (৫)। দলীয় ১০৬ রানের মধ্যে ষষ্ঠ উইকেট হারায় ভারত। কঠিন ওই পরিস্থিতিতে দারুণ ব্যাটিং করেন রোহিত। ঘরের মাঠে তাকে যোগ্য সঙ্গ দেন বাংলার ছেলে ঋদ্ধিমান। সপ্তম উইকেট জুটিতে মূল্যবান ১০৩ রান যোগ করেন দু’জনে। সর্বোচ্চ ৮২ রান করে স্পিনার মিচেল স্যান্টনারের বলে লুক রনকির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রোহিত। মূলত তার ফর্মে ফেরা হাফ সেঞ্চুরির ওপর ভর করে ৩শ’র ওপরে লিড পায় ভারত। জাদেজা (৬) থিতু হতে পারেননি। তবে ঋদ্ধির কথা আলাদাভাবে বলতে হবে। প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি হাঁকান উইকেটরক্ষক ব্যাটসম্যান ৩৯ রানে অপরাজিত। আজ ভুবি-শামিরা একটু সঙ্গ পেলে পেতে পারেন আরও একটি হাফ সেঞ্চুরি। মহেন্দ্র সিং ধোনি অবসরে যাওয়ার পর উইকেটের সামনে-পেছনে নজর কাড়ছেন ঋদ্ধি। সৌরভ গাঙ্গুলী-সুনীল গাভাস্কারের মতো গ্রেটদের প্রশংসা পাচ্ছেন তরুণ এই ক্রিকেটার। স্কোর ॥ ভারত প্রথম ইনিংস ৩১৬/১০ (১০৪.৫ ওভার; পূজারা ৮৭, রাহানে ৭৭, ঋদ্ধিমান ৫৪*, অশ্বিন ২৬, জাদেজা ১৪, শামি ১৪, কোহলি ৯, বিজয় ৯, রোহিত ২, ধাওয়ান ১; হেনরি ৩/৪৬, বোল্ট ২/৪৬, ওয়াগনার ২/৫৭, প্যাটেল ২/৬৬) ও দ্বিতীয় ইনিংস ২২৭/৮ (৬৩.২ ওভার; রোহিত ৮২, কোহলি ৪৫, ঋদ্ধিমান ৩৯*, ধাওয়ান ১৭; হেনরি ৩/৪৪, স্যান্টনার ৩/৫১, বোল্ট ২/২৮) নিউজিল্যান্ড প্রথম ইনিংস ২০৪/১০ (৫৩ ওভার; প্যাটেল ৪৭, টেইলর ৩৬, রনকি ৩৫, ওয়াটলিং ২৫, গাপটিল ১৩, স্যান্টনার ১১, ওয়াগনার ১০; ভুবনেশ্বর ৫/৪৮, শামি ৩/৭০) । ** তৃতীয়দিন শেষে
×