ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইপিএলে জয়ে ফিরল চেলসি

প্রকাশিত: ০৬:১৫, ৩ অক্টোবর ২০১৬

ইপিএলে জয়ে ফিরল চেলসি

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে শুরুটা বেশ ভালই করেছিলেন এ্যান্তনিও কন্তে। কিন্তু নিজেদের শেষ দুই ম্যাচে লিভারপুল ও আর্সেনালের বিপক্ষে লজ্জাজনকভাবে হেরে যায় চেলসি। লিভারপুলের বিপক্ষে ২-১ গোলে হারের পর গত সপ্তাহে আর্সেনালের কাছেও ৩-০ গোলে বিধ্বস্ত হয় ব্লুজরা। তবে শনিবারই জয়ে ফিরেছে এ্যান্তনিও কন্তের দল। এ্যাওয়ে ম্যাচে চেলসি এদিন ২-০ গোলে হারায় হাল সিটিকে। আর এই জয়ের ফলেই প্রিমিয়ার লীগে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে এ্যান্তনিও কন্তের দল। তবে নিজেদের মাঠে হাল সিটি বেশ ভালভাবেই রুখে দিয়েছিল চেলসিকে। ম্যাচের প্রথমার্ধে তো কোন গোলই করতে পারেননি কন্তের শিষ্যরা। যে কারণে গোলশূন্য সমতায় থেকেই বিরতিতে যায় দু’দল। কিন্তু দ্বিতীয়ার্ধেই যেন গোল করতে মরিয়া হয়ে ওঠে সফরকারীরা। অবশেষে এসেও যায় কাক্সিক্ষত মুহূর্ত। ম্যাচের ৬১ মিনিটে উইলিয়ানের গোলে প্রথম এগিয়ে যায় চেলসি। এই গোলের উচ্ছ্বাসের রেশ কাটতে না কাটতেই ব্লজদের জার্সিতে ব্যবধান দ্বিগুণ করেন স্প্যানিশ বংশোদ্ভূত দিয়েগো কোস্তা। উইলিয়ানের গোলের পাঁচ মিনিট পর দলের হয়ে দ্বিতীয় গোল করেন তিনি। এরপর আর কোন দলই গোল পায়নি। যে কারণে ২-০ গোলের অনায়াস জয় নিয়েই মাঠ ছাড়ে চেলসি। হাল সিটির বিপক্ষে চলতি মৌসুমে চেলসির জার্সিতে ষষ্ঠ গোল করেন দিয়েগো কোস্তা। আর তাতেই মুগ্ধ-বিমোহিত ক্লাবটির কোচ। কন্তের বিশ্বাস কোস্তা প্রতি ম্যাচেই গোল করার যোগ্যতা রাখে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা তারজন্য চমৎকার ব্যাপার। সেইসঙ্গে আমাদের জন্যও। এখন পর্যন্ত সে ছয়টি গোল করেছে কিন্তু আমি মনে করি প্রতিটি ম্যাচেই গোল করার সুযোগ আছে কোস্তার।’ এমন জয়ে সন্তুষ্টও প্রকাশ করেছেন কন্তে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শিষ্যদের পারফর্মেন্সে আমি খুবই সন্তুষ্ট। কারণ আমি মনে করি আমরা চাপ নিয়েই খেলেছি।’ তবে টানা দুই ম্যাচে হারের পর আবারও জয়ে ফেরাটা যে সহজ কোন কাজ নয় সেটাও স্বীকার করেছেন কন্তে। এর পেছনে তাদের কঠোর অনুশীলন করতে হয়েছে বলেও অভিমত তার, ‘দুটি ম্যাচে হারের পর আবারও জয়ে ফেরাটা কখনই সহজ কোন কাজ নয়। কিন্তু ছেলেদের মনোভাব এবং তাদের দেয়া কমিটমেন্টে আমি খুবই সন্তুষ্ট। আমরা কঠোর পরিশ্রম করছি এবং আমি মনে করি এটাই সঠিক পথ। তবে আমাদের অবশ্যই পারফর্মেন্সের এমন ধারাবাহিকতা ধরে রাখতে হবে। কেননা আমরা সকলেই জানি যে আমাদের আরও উন্নতি করতে হবে। আর আমরা যদি নিজেদের অবস্থার অগ্রগতি চাই তার একটাই পন্থাÑ তা হলো কঠোর পরিশ্রম।’ শনিবার দিনের প্রথম ম্যাচে পিছিয়ে পড়েও জয় পায় লিভারপুল। তবে শিষ্যদের পারফর্মেন্সে খুব একটা সন্তুষ্ট নন ক্লাবটির অভিজ্ঞ কোচ জার্গেন ক্লপ। বরং তার দলের খেলোয়াড়রা নাকি এদিন নিশ্চল ছিলেন বলে মন্তব্য করেছেন ক্লপ। এ প্রসঙ্গে সাবেক বরুশিয়া ডর্টমুন্ডের এই কোচ বলেন, ‘সোয়ানসি খুব ভাল খেলেছে কিন্তু আমরা ম্যাচে অতিরিক্ত নিশ্চল ছিলাম। যে কারণে শুরুতেই মূল্য দিতে হয়েছে।’ তবে লিভারপুলের কাছে হেরে যাওয়ায় চাকরি নিয়ে টানাটানির মধ্যে পড়ে গেছেন সোয়ানসি সিটির কোচ ফ্রান্সেস্কো গুইদোলিন। কোচ হিসেবে তার জায়গা দখল করতে ব্রিটিশ মিডিয়ায় দারুণ আলোচনায় রয়েছেন রায়ান গিগস এবং বব ব্র্যাডলি। তবে এসব নিয়ে খুব একটা মাথাও ঘামাচ্ছেন না গুইদোলিন। বরং তার মাথা ব্যথা দলের অবস্থান নিয়ে। কেননা রিলেগেশান থেকে যে মাত্র এক ধাপ ওপরে অবস্থান করছে সোয়ানসি সিটি। এই মৌসুমে সাত ম্যাচ থেকে পাঁচটিতেই হেরেছে তারা। আর সমান একটি করে ম্যাচে ড্র ও পরাজয় দেখেছে সোয়ানসি সিটি। তবে তাদের বিপক্ষে জয়ের ফলে লীগ টেবিলের দুইয়ে উঠে এসেছে জার্গেন ক্লপের দল। আর হাল সিটির বিপক্ষে জয়ের ফলে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে চেলসি। সাত ম্যাচের চারটিতে জয় আর দুই হার এবং একটিতে ড্র করায় চেলসির সংগ্রহ ১৩ পয়েন্ট। শীর্ষে যথারীতি গার্ডিওলার ম্যানচেস্টার সিটি।
×